বলিউডবিনোদন

ভিলেন ড্যানির স্ত্রী সৌন্দর্যের নিরিখে টেক্কা দেবেন ঐশ্বর্য রায়কেও, দেখুন কিছু ছবি

Advertisement
Advertisement

বলিউড বা গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে চর্চা এখনকার দিনে অত্যন্ত সাধারণ হয়ে গিয়েছে। তাবড় তাবড় তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে বেশ পছন্দ করেন অনুরাগীরা। আর এর মাঝেই এমন এমন তথ্য সামনে আসে যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। বলি জগতে বেশিরভাগ তারকা হিরোর রোল করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে কয়েকজন তারকা রয়েছেন যারা ভিলেনের রোল করেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য এখনও অব্দি ব্যাপক জনপ্রিয়। তাদের মধ্যেই একজন হলেন বলিউড অভিনেতা ড্যানি ডেনজংপা।

Advertisement
Advertisement

Advertisement

সিকিমের বাসিন্দা ড্যানি ডেনজংপা হিন্দি সিনেমার জগতে ডেবিউ করেন ১৯৭১ সালে, ‘মেরে আপনে’ সিনেমার মধ্য দিয়ে। সেই সিনেমার পর খুব একটা ভারতীয় দর্শকদের মুখ চেনা না হলেও ১৯৭৩ সালে তিনি বলিজগতে সাড়া ফেলে দেন। ধুন্দ সিনেমায় অভিনেতার অসাধারণ সুন্দর অভিনয় দেখে তাকে আলাদা করে চিনতে শুরু করে দর্শকরা। তারপর ক্যারিয়ারে খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি আর তাকে। জানিয়ে রাখা ভাল, আইকনিক সিনেমা শোলেতে অভিনেতাকে গব্বর সিং এর রোলের জন্য কাস্ট করতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি সেইসময় তাতে কাজ করতে রাজি হননি।

Advertisement
Advertisement

বলি কেরিয়ারে পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবনের দিকে উঁকি মারলেই দেখা যায় একাধিক প্রেম কাহিনীর গুঞ্জন। অনেক সুন্দরী অভিনেত্রীর সাথে ডেট করলেও শেষ পর্যন্ত তিনি সিকিমের রানীকে বিয়ে করেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে, ড্যানি ডেনজংপার স্ত্রী কোনো বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যের নিরিখে কম নয়। লুকস দিয়ে তিনি হারিয়ে দিতে পারেন তখনকার সব অভিনেত্রীকে। ড্যানি স্ত্রী গাওয়া সিকিমের রয়্যাল ফ্যামিলির সদস্য ছিলেন।

জানা যায়, ড্যানি ডেনজংপা প্রথমের দিকে বলিউড অভিনেত্রী পারভিন ববি, কিম ইয়াশপাল প্রমুখদের সাথে ডেট করেছিলেন। এমনকি কিমের সাথে ৭ বছর ধরে সম্পর্ক ছিল ড্যানির। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকে থাকেনি। অভিনেতার ৪২ বছর বয়সে তাকে পরিবারের পক্ষ থেকে বিয়ে করার জন্য চাপ দেয়া শুরু হয়। তখনই অভিনেতার মা সিকিমের রয়্যাল পরিবারের মেয়ে গাওয়াকে খুজে পায়। এরপর অভিনেতা ওই মেয়ের সাথে কিছুদিন ডেট করেন এবং তারপর তাদের চার হাত এক হয়।

Advertisement

Related Articles

Back to top button