Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Cricketer Love Story: এই ক্রিকেটারের প্রেমের কাহিনীর সামনে হার মানবে সিনেমার গল্পও! ভরপুর রোমান্সে কাটিয়েছেন ছাত্র জীবন

মাঠে বিধ্বংসী হলেও ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক। সূর্যকুমার যাদব দীর্ঘ দিন ডেটিং করার পর ২০১৬ সালে দেবীশা নামে দক্ষিণ ভারতের বিয়ে করেন। দেবীশা নামের দক্ষিণ ভারতের…

Avatar

মাঠে বিধ্বংসী হলেও ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক। সূর্যকুমার যাদব দীর্ঘ দিন ডেটিং করার পর ২০১৬ সালে দেবীশা নামে দক্ষিণ ভারতের বিয়ে করেন। দেবীশা নামের দক্ষিণ ভারতের অতি সাধারণ মেয়েকে বিবাহ করেন। তবে এখানে তাদের প্রেমের গল্পের সমাপ্তি নয়,সূর্যকুমার যাদব ২০১২ সালে মুম্বাইয়ের পোদ্দার ডিগ্রি কলেজে দেবীশার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। ২২ বছরের সূর্য কুমার যাদব ওই কলেজের বি.কম এর ছাত্র ছিলেন। দেবীশা সবেমাত্র ১২ ক্লাস পাস করে কলেজে আসেন। সেখান থেকেই দুজনের সম্পর্ক শুরু হয় এবং শেষ পর্যন্ত ২০১৬ সালে দুজনে সাত পাকে বাঁধা পড়েন। Cricketer Love Story: এই ক্রিকেটারের প্রেমের কাহিনীর সামনে হার মানবে সিনেমার গল্পও! ভরপুর রোমান্সে কাটিয়েছেন ছাত্র জীবনভারতীয় ক্রিকেটের সূর্য কুমার যাদব এক বিরাট নাম। দীর্ঘদিন ধরে সূর্যকুমার যাদবের মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে খুঁজছিল টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব দীর্ঘ সময়ের জন্য ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করার সুবাদে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন। তার ব্যাটিং কৌশল দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মিল থাকায় এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও তুলনা করা হয় তাকে। মাঠের চতুরদিকে শট খেলতে পারায় সূর্যকুমার যাদবকে ৩৬০ ডিগ্রি প্লেয়ার বলা হয়। Cricketer Love Story: এই ক্রিকেটারের প্রেমের কাহিনীর সামনে হার মানবে সিনেমার গল্পও! ভরপুর রোমান্সে কাটিয়েছেন ছাত্র জীবনযদি এই প্রতাপশালী ক্রিকেটারের প্রেমের কাহিনী সম্পর্কে বলি, তবে এক সাক্ষাত কারে দেবীশা জানিয়েছিলেন, সূর্যের ব্যাটিং তাকে পাগল করে তুলেছিল। আর ওর বিধ্বংসী ব্যাটিং দেখে প্রেমে পড়া। আপনাদের জানিয়ে রাখি, সূর্য কুমার যাদব প্রথম দিকে ক্রিকেটের সঙ্গে ব্যাডমিন্টন খেলতেন। তবে তার বাবা যেকোনো একটি খেলাকে পছন্দ করে নিতে বলেন। বাবার কথা অনুসারে সূর্য কুমার যাদব ক্রিকেটকে বেছে নেন। যার ফলে বর্তমানে তিনি ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম নির্ভরযোগ্য বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠেছেন।
About Author