Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি কৌশল জেনে রাখুন, জীবনে কাজে লাগবে!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : যার আত্মবিশ্বাস কম তার মনোবল ও কম। আত্মবিশ্বাস মনোবলকে বাড়াতে সাহায্য করে। আত্মবিশ্বাসহীনব্যক্তির ব্যক্তিত্ব দুর্বল। আত্মবিশ্বাস মানে হলো নিজের উপর বিশ্বাস রাখা। জীবনধারা বিষয়ক…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : যার আত্মবিশ্বাস কম তার মনোবল ও কম। আত্মবিশ্বাস মনোবলকে বাড়াতে সাহায্য করে। আত্মবিশ্বাসহীনব্যক্তির ব্যক্তিত্ব দুর্বল। আত্মবিশ্বাস মানে হলো নিজের উপর বিশ্বাস রাখা। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ডিচ দ্য লেবেল আত্মবিশ্বাস বাড়ানোর কিছু কৌশল জানিয়েছেন। এই কৌশলগুলো মেনে চললে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।

এই কৌশল গুলি হল–
(১) নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা করা—
কোন খারাপ সময় উপস্থিত হলে আমরা সবসময় ভেঙে পড়ি । ভাবি হয়তো আমরা এই কাজটি করতে পারবোনা। কিন্তু এই ধারণাগুলোকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে ইতিবাচক ধারণা গড়ে তুলতে হবে।
” আমি পারিনা” নয় বলতে শিখুন “আমিও পারি”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

(২) নিজের প্রতি যত্ন নিন—
আত্মবিশ্বাস বাড়াতে চাইলে শুধু মন নয় নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে। এর জন্য ঠিকঠাক ভাবে খাওয়া-দাওয়া করতে হবে। এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এতে মন ও শরীর দুইই ভালো থাকবে।

(৩) লক্ষ্য স্থির করুন—
প্রথমে নিজের লক্ষ্যে স্থির থাকুন। আপনি কি করতে চান সেই বিষয় স্থির করুন। একসঙ্গে অনেক বড় বড় লক্ষ্য স্থির না করে ছোট ছোট লক্ষ্য গুলোকে পূরণ করার চেষ্টা করুন । দেখবেন বড় লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন।

(৪) মানসিক চাপ নিয়ন্ত্রণ—

নিজের মানসিক চাপ কে নিয়ন্ত্রণ করতে শিখুন । মানসিক চাপ আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলতে পারে। এর জন্য নিজের পছন্দের কাজ করুন। যোগাসন করুন ধ্যান করুন এতে মানসিক চাপ অনেকটাই দূরে থাকবে।

(৫) অন্যকে সাহায্য করুন—
অন্যকে সাহায্য করতে পারলে নিজের মনে অনেক শান্তি পাওয়া যায়। এটি আত্মবিশ্বাস বাড়ানোর আরো একটি উপায়। যারা কোনো খারাপ সময়ের মধ্যে আছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। আপনার নিজের বন্ধু নিজের পরিবারের লোকজনদের পাশে থাকার চেষ্টা করুন। এতে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

নিঃস্বার্থ কাজের কোন তুলনা হয়না। আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন বা নিঃস্বার্থভাবে করার পাশে এসে দাঁড়ান তবে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে। কোন কিছু পাবার আশা না করে অন্যকে সহায়তা করুন।

About Author