Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোন দল হবে বাংলার শাসক? কি বলছে C Voter এক্সিট পোল?

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের বাংলা বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনের জন্য লড়াই হয়েছে। যদিওবা এখনও অব্দি…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের বাংলা বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনের জন্য লড়াই হয়েছে। যদিওবা এখনও অব্দি ২৯২ আসনে ভোটগ্রহণ হয়েছে কারণ দুই বিধানসভা কেন্দ্রে করোনার বলি হয়েছেন প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বোঝা গেছিল অনেকদিন আগে থাকতেই। বিজেপি একদিকে যেমন তাদের প্রস্তুতিতে কোন কমতি রাখেনি ঠিক তেমন তৃণমূল কংগ্রেস জেতার জন্য ভোটপ্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। আগামী ২ মে আছে ভাগ্যপরীক্ষা। এদিন জানা যাবে কে হবে বাংলার শাসক? মোদি ম্যাজিক না মমতা ম্যাজিক জিতবে? অবশ্য তার আগে এবারের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

এক্সিট পোল কি? আসলে নির্বাচনের ফল কি হতে চলেছে তার আগাম আভাস পেতে বিভিন্ন বুথ ফেরত জায়গায় সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুযায়ী ঠিক করা হয় যে কোন দল নির্বাচনে জিততে পারে। যদিওবা এই এক্সিট পোলের ফল কোন পাকাপোক্ত ফল নয়। এটা পরিবর্তন হতেই পারে। এক কথায় বলা যেতে পারে মানুষের রায় নিয়ে ভোটের ফল সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা। সম্প্রতি বিভিন্ন সংস্থা বুথ ফেরত মানুষদের সাথে কথা বলে জানতে চেয়েছে তারা ভবিষ্যতে কোন দলকে বাংলার শাসক হিসেবে দেখতে চাই। সেই অনুযায়ী তারা সমীক্ষা করে একটি পরিসংখ্যান বার করেছে যাতে আন্দাজ করা যেতে পারে যে কোন দল বাংলা বিধানসভা নির্বাচনে কত আসন পাচ্ছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জনপ্রিয় সংস্থা C Voter একুশে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত মানুষদের কাছে বাংলার ভবিষ্যৎ শাসক সম্বন্ধে একটি জনমত সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় প্রায় ৮৫ হাজার মানুষের কাছে গেছিল এই সংস্থা। তাদের পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ২৯৪ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮ টি। এই নির্বাচনে তৃণমূল পাচ্ছে ১৫২-১৬৪ টি আসন। অন্যদিকে বিজেপি পাচ্ছে ১০৯-১২১ টি আসন। এছাড়া বাম কংগ্রেস এবং আইএসএফ সংযুক্ত মোর্চা পাবে ১৪-২৫ টি আসন। অন্যান্যরা কোন আসন পাবে না বলে দাবি করেছে এই সংস্থা।

ভোটের শতাংশ নিরিখে এক্সিট পোল বিচার করতে গেলে C Voter সমীক্ষা অনুযায়ী তৃণমূল পাবে ৪২ শতাংশ ভোট, বিজেপি পাবে ৩৯ শতাংশ ভোট, সংযুক্ত মোর্চা পাবে ১৫ শতাংশ ভোট। এছাড়া অন্যান্যরা ৪ শতাংশ ভোট পেতে পারে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী তৃণমূল পেয়েছিল ২১১ আসন। তবে এবার সেই জায়গায় কমে জনমত সমীক্ষা বলছে তৃণমূল পাবে ১৫২-১৬৪ টি আসন। বিজেপি ২০১৬ সালে বাংলায় তিনটি আসন পেলেও এবার একুশে বিধানসভা নির্বাচনে তাদের প্রভূত উন্নতি হয়েছে। এবার তারা পেতে পারে ১০৯-১২১ টি আসন।

তবে ওপরে উল্লিখিত কোন এক্সিট পোল সমীক্ষা নির্বাচনের আসল ফলাফল নয়। এই সমীক্ষা করা হয়েছে বুথ ফেরত জনতার মধ্যে। তবে এক্সিট পোল থেকে এটি স্পষ্ট যে এবার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে কঠিন টক্কর হতে চলেছে।

About Author