নিউজ

Live Train Status: কোথায় রয়েছে ট্রেন, বাড়িতে বসেই এই অ্যাপে জেনে নিন যাবতীয় তথ্য

Advertisement
Advertisement

বর্তমানে ইন্টারনেট সকলের কাছে সহজলভ্য হয়ে ওঠায় মানুষের জীবনও অনেক সহজ হয়ে উঠেছে। এখন যেকোনো বিষয়েই যেকোনো তথ্য উপলব্ধ থাকে নেট মাধ্যমে। বিশেষ করে এখন ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার্থে ডিজিটালাইজেশন এর উপরে গুরুত্ব দিচ্ছে। বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন ট্রেনে। এবার ট্রেন কোথায় রয়েছে সেটাও জানতে পারা যাবে একটি মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমেই।

Advertisement
Advertisement

যে ট্রেনে যাতায়াত করবেন সেটি কোথায় রয়েছে তা এখন জানা যাবে এক ক্লিকেই। একটি মোবাইল অ্যাপের মাধ্যমেই এখন জানা যাবে ট্রেনের স্টেটাস। এখন বিভিন্ন অ্যাপ উপলব্ধ রয়েছে ইন্টারনেটে যেগুলি ব্যবহার করে নানান তথ্য পাওয়া যায়। তেমনি ট্রেনের গতিবিধি লক্ষ্য করার জন্যও একাধিক অ্যাপ রয়েছে নেট মাধ্যমে। এই প্রতিবেদনে রইল এমনি কিছু মোবাইল অ্যাপের নাম।

Advertisement

IRCTC Rail Connect হল ভারতীয় রেলের একটি অফিশিয়াল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে লাইভ ট্রেন স্টেটাস দেখার সঙ্গে সঙ্গে টিকিট বুকিংও পরিচালনা করা যায়। Where Is My Train অ্যাপটিও বেশ জনপ্রিয়। এতে পিএনআর স্টেটাস চেক করা যায়। পাশাপাশি অ্যাপটি অফলাইনেও ব্যবহার করা যায়। NTES অ্যাপের মাধ্যমে ট্রেনের সময়, রিয়েল টাইম স্টেটাস, প্ল্যাটফর্ম নম্বরের মতো তথ্য পাওয়া যায়।

Advertisement
Advertisement

একই রকম ভাবে Railyatri অ্যাপেও লাইভ ট্রেন স্টেটাস, পিএনআর স্টেটাস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়া যায়। IXIGO অ্যাপে ট্রেনের লাইভ স্টেটাস, প্ল্যাটফর্ম নম্বর এবং কনফার্ম হবে কিনা সে সম্পর্কিত তথ্য পাওয়া যায়। Confirmtkt অ্যাপে লাইভ ট্রেন স্টেটাস এবং পিএনআর স্টেটাস চেক করা সম্ভব। এছাড়াও অনলাইনে আরো অনেক অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে লাইভ ট্রেনের খোঁজখবর জানা যায়।

Advertisement

Related Articles

Back to top button