Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৬ বছর পর ফের চালু হতে চলেছে পাতাল মেট্রো, খতিয়ে দেখা হল পরিকাঠামো

কলকাতায় দীর্ঘ ২৬ বছর পরে আবার নতুন করে চালু হতে চলেছে পাতাল মেট্রো স্টেশন। ফুলবাগান নামক এই মেট্রো স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্ভুক্ত। যেহেতু যাত্রী পরিষেবা চালু করার জন্য প্রয়োজন…

Avatar

কলকাতায় দীর্ঘ ২৬ বছর পরে আবার নতুন করে চালু হতে চলেছে পাতাল মেট্রো স্টেশন। ফুলবাগান নামক এই মেট্রো স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্ভুক্ত। যেহেতু যাত্রী পরিষেবা চালু করার জন্য প্রয়োজন কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র। সেই কারণে শুক্রবার KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকদের উপস্থিতিতেই ফুলবাগান পরিদর্শন করলেন ‘কমিশনার অফ রেলওয়ে সেফটি’। এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র মিললেই যাত্রী পরিষেবা চালু করা যাবে এই অংশে।

যদিও চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই এই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। স্থির ছিল ৩ মাস আগেই কমিশনার অফ ‘রেলওয়ে সেফটি’ পরিদর্শন শেষ করবেন। শুধু তাই নয় লক্ষ্য ছিল পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ২৬ বছর পর ফের পাতাল স্টেশন উদ্বোধন করা হবে। তবে করোনা মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু অভ্যন্তরীণ প্রস্তুতি সেরে আনলক-১ পর্বে আজ কমিশনার ‘অফ রেলওয়ে সেফটি’ পরিদর্শন করলেন এই স্টেশন। আজ সকালে সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রোয় চেপে ফুলবাগান পর্যন্ত আসেন সি আর এস আর সাথে ছিলেন সমস্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ সকাল থেকেই প্রচন্ড তৎপরতার সাথে ফুলবাগান স্টেশন চত্বরে তোরজোর শুরু হয়। সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রোটি ছাড়তেই সেটি ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করে। এই অংশের সিগন্যালিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় সমস্ত পদ্ধতি, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো ও বেড়িয়ে যাওয়া পর্যন্ত যাত্রীর সময়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর খোলা বা বন্ধ হওয়ার সময়, এছাড়াও ট্রেনের মধ্যে ও প্ল্যাটফর্মে যাত্রীদের ঢোকা বা বেরনোর অবস্থা সব সম্পর্কে পর্যবেক্ষণ করেন সি আর এস। অন্যদিকে রেকের ব্রেকিং সিস্টেমটিকেও আরও একবার পরীক্ষা করে দেখে নেওয়া হয়।

About Author