Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KL Rahul: ক্রাচে ভর দিয়ে লন্ডনের রাস্তায় হেটে বেড়াচ্ছেন রাহুল! জানুন তারকার হেলথ আপডেট

চলতি আইপিএলে একের পর এক তারকা ক্রিকেটার চোটের সম্মুখীন হয়ে চিন্তা বাড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ, আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে…

Avatar

চলতি আইপিএলে একের পর এক তারকা ক্রিকেটার চোটের সম্মুখীন হয়ে চিন্তা বাড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ, আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে জসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল এবং ঋষভ পন্থের মত তারকা ক্রিকেটারদের হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যার ফলে ইতিমধ্যে চাপ বেড়েছে বিরাট কোহলিদের। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে শক্তিশালী দল সাজানোর জন্য দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বিসিসিআই।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে ভারতের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলকে ক্রাচে ভর দিয়ে লন্ডনের রাস্তায় হেটে বেড়াতে দেখা গেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রাহুল। ডান থাইয়ে গুরুতর ভাবে জখম হয়ে মাঠ ত্যাগ করেন তিনি। এরপর অবস্থার গম্ভীরতা বুঝে তাকে অস্ত্রপচারের পরামর্শ দেন ডাক্তাররা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই উদ্দেশ্যে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার যে সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন কে এল রাহুল। যেখানে তাকে ইংল্যান্ডের রাস্তায় ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে এল রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে ঈশান কিষাণকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন একদিনের বিশ্বকাপের আগে কে এল রাহুল যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সেই জন্য জটিল অস্ত্রপচার করাতে পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

About Author