Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Asia Cup 2022: এশিয়া কাপের সাথেই শেষ হবে এই ২ ক্রিকেটারের ক্যারিয়ার, শেষবারের মতো দেখা যেতে পারে ভারতীয় জার্সিতে

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের পরাজয় কার্যত এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াই থেকে টিম ইন্ডিয়াকে বাইরে বের করে দিয়েছে। ইতিপূর্বে এশিয়া কাপের সুপার-৪ এর প্রথম ম্যাচে…

Avatar

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের পরাজয় কার্যত এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াই থেকে টিম ইন্ডিয়াকে বাইরে বের করে দিয়েছে। ইতিপূর্বে এশিয়া কাপের সুপার-৪ এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছিল রোহিত শর্মারা। আজ ২২ গজের মহারণে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে পাকিস্তান। আজকের ম্যাচে পাকিস্তান জয়লাভ করলেই বাড়ি ফেরার টিকিট নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। তবে চলমানরত এশিয়া কাপের মেগা আসরে শ্রীলংকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর ভারতীয় এই ২ তারকা ক্রিকেটারের দিকে প্রশ্নের তীর ছুড়েছেন ক্রিকেটপ্রেমীরা।

শ্রীলংকার কাছে পরাজয়ের পর ভারতের জন্য বড় ভিলেন হয়ে দেখা দিয়েছেন ২ তারকা ক্রিকেটার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে সমালোচিত হচ্ছেন তারা। এই তালিকায় সবার আগে নাম লিখেছেন ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার। পরপর দুটি ম্যাচে পরাজয়ের প্রধান কারণ তিনি, এমনটা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এর কারণ অবশ্য আর কিছুই নয়, পরপর দুটি ম্যাচে ১৯ তম ওভারে বোলিং করতে এসে তার বেপরোয়া বলে ম্যাচ জিতে গেছে প্রতিপক্ষ। প্রথমত, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯ তম ওভারে বোলিং করতে এসে ১৯ রান খরচ করে ম্যাচ পাকিস্তানের হাতে তুলে দেন তিনি। এরপর শ্রীলংকার বিরুদ্ধেও
নিজের স্পেলের শেষ ওভার বোলিং করতে এসে ১৪ রান খরচ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, এশিয়া কাপে হতাশা জনক পারফরমেন্সের পর ক্রিকেটপ্রেমীদের রোষানলে পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর এশিয়া কাপে দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। ক্রিকেট প্রেমিরা ভেবেছিলেন, রাহুলের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হবে ভারতীয় দল। তবে ব্যাট হাতে কে এল রাহুল হতাশা বৈ আর কিছু দিতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তিনি এখন পর্যন্ত এশিয়া কাপের চারটি ম্যাচে ১০৬ স্ট্রাইক রেটে ৩৪ রান করেছেন।

এশিয়া কাপের মেগা আসরে দুই তারকা ক্রিকেটারের হতাশা জনক পারফরমেন্সে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। এমন ধারাবাহিকতা চলতে থাকলে নিঃসন্দেহে আসন্ন দিনে ভারতীয় জার্সিতে তাদের ক্যারিয়ার সমাপ্ত হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছেন দল নির্বাচকরা। কারণ, ভারতের একাধিক তারকা ক্রিকেটার হতাশা ব্যতীত আর কিছুই অর্জন করতে পারছেন না ২২ গজের মহারণে।

About Author