জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২’এর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। গতবছরই আথিয়া শেট্টির প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে জাহির করেছেন কে এল রাহুল। এমনকি সুনীল কন্যার জন্মদিনে তার সাথে রোমান্টিক ছবি পোস্ট করে তার প্রতি নিজের ভালবাসার কথা সোশ্যাল মিডিয়ার পাতাতেই লিখেছিলেন তিনি। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আবারো শোরগোল পড়েছে। উল্লেখ্য, বিসিসিআইয়ের কাছেও আথিয়াকে নিজের জীবনসঙ্গী হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অপরের প্রতি কমেন্টে ভালোবাসা থেকে থেকেই জাহির করেন তারা।জানা যাচ্ছে, তারা দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তবে গতবছরই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন তারা। তবে এখনই তাদের বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ সুনীল শেট্টি। শোনা যাচ্ছে, ভিতর ভিতর দুই পরিবারের তরফ থেকেই বিয়ের তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই রণবীর-আলিয়া গাঁটছড়া বাঁধলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার কে এল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের খবর সামনে এলো। উল্লেখ্য, শেষ ‘মুতিচুর-চাকনাচুর’ ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা মিলেছিল তার। তবে তারপর থেকে দীর্ঘদিন বড়পর্দায় আর দেখা যায়নি তাকে। আপাতত, কে এল রাহুলের সাথে তার বিয়ে নিয়ে চর্চায় অভিনেত্রী।
কে এল রাহুলের সঙ্গে ডিসেম্বরই বিয়ের পিঁড়িতে সুনীল কন্যা আথিয়া শেট্টি?
ক্রিকেটের সাথে বলিউড ইন্ডাস্ট্রির অনেক পুরনো সম্পর্ক। একাধিকবার একাধিক ক্রিকেটার নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন তারকা জগৎ থেকেই। এটাও বলা যায়, বলিউডের তারকারা নিজেদের জীবনসঙ্গী বেছে নিয়েছেন ক্রিকেট জগৎ থেকে। সম্প্রতি…

আরও পড়ুন