রাহুলের অনুপস্থিতি পাঞ্জাব কিংস দলের জন্য অনেক বড় ধাক্কা। বর্তমানে পয়েন্ট তালিকার ৫ম স্থানে রয়েছে পঞ্চাব কিংস দল। আজকের ম্যাচে দিল্লির মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব।Praying for KL Rahul’s health and speedy recovery ?❤️#SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/q81OtUz297
— Punjab Kings (@PunjabKingsIPL) May 2, 2021
অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেএল রাহুল
বড় ধাক্কা পাঞ্জাব কিংস শিবিরে। অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি কেএল রাহুল। ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগেই জানান হয় এই খবর। আজকে দিল্লির বিরুদ্ধে অধিনায়ক হিসেবে ম্যাচে উপস্থিত থাকবেন না…

আরও পড়ুন