Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জয়ে ফিরল কেকেআর, পাঞ্জাবের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতল নাইট বাহিনী

৫ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ের সারণীতে ফিরল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট…

Avatar

৫ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ের সারণীতে ফিরল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে পাঞ্জাব। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।

ওপেনিংয়ে আজ বড় রান করতে ব্যর্থ হন কেএল রাহুল। ১৯ রানে প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন তিনি। ৩৪ বলে ৩১ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। সুনীল নারিনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ক্রিস গেইল ০ রানে শিবম মাভির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। নিকোলাস পুরান ১৯ করে বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হন। দীপক হুডা ১, শাহরুখ খান ১৩ রান করেন। উভয়ই প্রসিধ কৃষ্ণর দ্বারা আউট হন। মোইসেস হেনরিক্স ২ রানে বোল্ড করেন নারিন। ক্রিস জর্ডন ১৮ বলে ৩০ করে প্রসিধ কৃষ্ণর দ্বারা বোল্ড হন। রবি বিষ্ণোই ১, আরশদীপ সিং ১(অপরাজিত), মহম্মদ শামি ১ (অপরাজিত) রান করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতার বোলিং আক্রমণে আজ খেই হারায় পাঞ্জাব। কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। কামিন্স ও নারিন নেন ২টি করে উইকেট। বরুণ চক্রবর্তী, শিবম মাভি পান ১টি করে উইকেট।

নাইটদের ওপেনাররা আজ ব্যর্থ হন। নীতিশ রানা ০ রানে ক্যাচ আউট হন। ৯ রানে মহম্মদ শামির বলে LBW হন। নারিন ০ রানে ক্যাচ আউট হন। দলের ১৭ রানের মাথায় ৩টি উইকেট হারায় কেকেআর। রাহুল ত্রিপাঠী ৩২ বলে ৪১ রান করেন। আন্দ্রে রাসেল ১০ রান সংগ্রহ করে রান আউট হন। অবশেষে আজ অধিনায়ক মর্গ্যানের ব্যাট চওড়া হয়। ৪০ বলে অপরাজিত ৪৭ রান করেন। দীনেশ কার্তিক ৬ বলে ১২(অপরাজিত) রান করেন। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।

পাঞ্জাবের বোলাররা ৩ ওভারের মধ্যে কেকেআরের তিনটি উইকেট তুলে নেয়। এরপর তাঁরা সেইরকম সুবিধা করে উঠতে পারেননি। পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন হেনরিক্স, শামি, আরশদীপ ও দীপক হুডা।

About Author