৬ উইকেটে কেকেআরেকে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা হয় নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করে কেকেআর। ১৮.৫ ওভারের মাথায় সেই টার্গেট চেস করে নেয় রাজস্থান। আরও ১টি হার হজম করতে হল কলকাতাকে।
ওপেনিং স্লটে নেমে শুভমান গিল ও নীতিশ রানা দলকে বড় রান এনে দিয়ে ব্যর্থ হন। ১৯ বলে ১১ রান করে জস বাটলারের দ্বারা রান আউট হন। এদিকে ২২ রান সংগ্রহ করে ক্যাচ আউট হন নীতিশ রানা। ৭ বলে ৬ রান করেন নারিন। ০ রানে রান আউট হন অধিনায়ক মরগ্যান। ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী। রাসেল ৯, দীনেশ কার্তিক ২৫ রান করেন। ১৭ ওভারে দুজনেরই উইকেট নেন ক্রিস মরিস। কামিন্স ১০, মাভি ৫ রানে ক্রিস মরিসের দ্বারা আউট হন। রাজস্থানের হয়ে সর্বাধিক উইকেট নেন ক্রিস মরিস। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া ১টি করে উইকেট পান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যাটিংয়ে নেমে জস বাটলার ৭ বলে ৫ করে বরুণ চক্রবর্তীর বলে LBW হন। ১৭ বলে ২২ করেন যশাসভি জয়সওয়াল। শিবম দুবে ২২, রাহুল তেওয়াটিয়া ৫ রান সংগ্রহ করেন। বাকি কাজ সারেন সঞ্জু স্যামসন ও ডেভিড মিলার। ৪২ রান সমগ্রহ করে অপরাজিত থাকেন স্যামসন। অন্যদিকে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মিলার। ১৮.৫ ওভারের মাথায় ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। কেকেআরের হয়ে ২ টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। মাভি ও প্রসিধ কৃষ্ণ পান ১টি করে উইকেট।