Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইপিএলে কত নম্বরে ব্যাট করতে নামবেন শ্রেয়স, জানালেন KKR অধিনায়ক

আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগের বল মাটিতে গড়াতে চলেছে খুব শিগগিরই। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের মাধ্যমে…

Avatar

আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগের বল মাটিতে গড়াতে চলেছে খুব শিগগিরই। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে আইপিএলের মেগা আসর। ইতিমধ্যে আইপিএলের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল গঠন, প্লেয়ার বিভাজন এমনকি নির্দিষ্ট সময় সূচি প্রণয়ন করে ফেলেছে বিসিসিআই। বর্তমানে আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত। মেগা আসরের মেগা টুর্ণামেন্টে কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়।

প্রথম ম্যাচে নতুন অধিনায়কের হাত ধরে পথচলা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক এর বিকল্প হিসেবে আইপিএলের মেগা অকশন থেকে শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি টাকা ব্যয় করে নিজেদের শিবিরে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং কলকাতা শিবিরের সিও বেঙ্কি মাইসোর ম্যাচ সম্পর্কে নিজেদের পরিকল্পনা শেয়ার করেছেন সংবাদমাধ্যমে। কেমন ভাবে বিরোধীদের মুখোমুখি হবে এবং কার ব্যাটিং পজিশন কত নম্বরে থাকবে এসব বিষয়ে কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বারের মতো এবারেও ওপেনিং জুটিতে কি ভেঙ্কটেশ আইয়ার মাঠে নামবেন? এই প্রশ্নের জবাবে শ্রেয়াস আইয়ার জানান, এ বিষয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আমার কোনো কথা হয়নি। ও এখনও নিভৃত বাসে রয়েছে। দলে যুক্ত হলে ওর সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে কলকাতা শিবির। তবে ভারতীয় দলের হয়ে ৬ নম্বরেও ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে ওর। তাছাড়া গতবার আইপিএলের ওপেনার হিসেবে মাঠ কাঁপিয়ে ছিলেন ভেঙ্কটেশ। মাত্র ১০ ম্যাচে ৩৭০ রান করেন ভেঙ্কটেশ আইয়ার।

আইপিএলে নিজের ব্যাটিং অর্ডার সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রেয়াস আইয়ার বলেন, আমার পছন্দের ব্যাটিং অর্ডার তৃতীয় স্থানে। তবে দলের প্রয়োজনে ফিনিশার হিসেবেও দায়িত্ব পালন করতে অসুবিধা নেই আমার। আবার তৃতীয় স্থানে ব্যাটিং করতেও কোন সমস্যা নেই। আমার ক্ষেত্রে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে দলের অন্য সবার পারফরমেন্সের উপর ভিত্তি করে। যখন রানের প্রয়োজন হবে তখন ফিনিশার হিসেবে নিজেকে উপস্থাপন করবো। আবার যখন দায়িত্ব সহকারে খেলার প্রয়োজন হবে সে ক্ষেত্রে তৃতীয় স্থানে মাঠে নামব। তবে পুরো দল ঠিক করবে আমার ব্যাটিং অর্ডার হবে কত নম্বরে।

About Author