বলিউডবিনোদন

Kisi Ka Bhai kisi ka Jan: ‘কিসিকা ভাই কিসিকা জান’ দেখে কি বললেন দর্শকমহল? প্রতিক্রিয়ায় হতাশার ছাপ

Advertisement
Advertisement

ফারহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকা জান’ গত শুক্রবার ২১-এ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে। আর সেই নিয়ে এই মুহূর্তে ভাইজান ভক্তদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। হলে উপছে পড়ছে দর্শকদের ভিড়। চারবছর পর ঈদে ফিরেছেন অভিনেতা। আর পর্দায় ফিরে প্রথম দিনেই ভাইজানের ছবি গণ্ডি পেরিয়েছে ১৫ কোটির। বর্তমানে যা ৬৬ কোটির গণ্ডি পেরিয়েছে।

Advertisement
Advertisement

২০১০ থেকে প্রতি ঈদে বড়পর্দায় দেখা দেন বলিউডের ভাইজান সালমান খান। ২০১৯ পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার ২০১৯-এর পর ২০২৩-এ অর্থাৎ চারবছর পর পর্দায় ফিরেছেন ভাইজান। আর ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। তবে তার মাঝেই হতাশার ছাপ দেখা দিয়েছে দর্শকদের মাঝে। ছবি দেখে তাদের প্রতিক্রিয়াও মিলেছে ইতিমধ্যেই। অবশ্য ভাইজানের এই নতুন ছবি দর্শকমহলের মাঝে হতাশার সৃষ্টি করেছে, তা অবশ্য প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

Advertisement

‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাওয়ার পরই এবার মিডিয়ায় প্রকাশ পেল দর্শকমহলের প্রতিক্রিয়া। একাংশের মতে, ভাইজানের এই ছবি পুরোপুরি নকল করা হয়েছে। আবার কারোর মতে, এই ছবির প্রথমার্ধ বিনোদনমূলক হলেও, দ্বিতীয়ার্ধ একেবারেই প্রত্যাশা অনুযায়ী নয়। সব মিলিয়ে বলাই যায়, এই ছবি একরাশ হতাশা সৃষ্টি করেছে দর্শকদের পাশাপাশি ভক্তমহলের মাঝেও। উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ভাইজানের দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। এখন সেই প্রসঙ্গের সূত্র ধরেও মিডিয়ার পাতায় চর্চায় অভিনেতা।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button