Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভালোবাসি না বলেও, ভালোবাসা যায়…! দেবকে সরাসরি না বললেন রুক্মিণী

পর্দার পাশাপাশি বাস্তবেও হিট দেব-রুক্মিণী জুটি। সফল জুটি হিসেবে মোট পাঁচটি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তারা। তবে খুব শীঘ্রই আবারও একই পর্দায় দেখা মিলতে চলেছে এই হিট জুটির। অতীত…

Avatar

পর্দার পাশাপাশি বাস্তবেও হিট দেব-রুক্মিণী জুটি। সফল জুটি হিসেবে মোট পাঁচটি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তারা। তবে খুব শীঘ্রই আবারও একই পর্দায় দেখা মিলতে চলেছে এই হিট জুটির। অতীত বর্তমানের মেলবন্ধনেই ভিন্নসাজে দেখা দেবেন তারা। উল্লেখ্য, রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিসমিশ’ ছবিতেই দেখা দিতে চলেছেন দেব-রুক্মিণী।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিসমিশ’এর ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা রীতিমতো সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এই ছবির জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন দর্শকরাও। দেব-রুক্মিণী ছাড়াও এই ছবিতে দেখা যাবে কমলেশ্বর মুখার্জ্জী, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসুর মতো একাধিক তারকাদের। একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে ‘কিসমিশ’। যেখানে থাকবে অতীত ও বর্তমানের মেলবন্ধন। ছবির কিছু অংশ সাদাকালোয় দেখা যাবে। এই ছবির গল্প লেখা ও পরিচালনায় রয়েছেন রাহুল মুখার্জ্জী। দেব এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রডিউসারের ভূমিকা পালন করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবিতে দেবের কন্ঠে একটি ডায়লগ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের মাঝে। “ভালোবাসা শব্দটা ঠিক কিসমিশের মত, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি।” গল্পটা জুড়ে চলবে মান-অভিমানের গল্প। এই ছবিতে একেবারে ক্রেজি লুকে দেখা যাবে এই জুটিকে। কলেজ থেকেই শুরু হবে তাদের আলাপ পরিচয়। ট্রেলারের এক ঝলকে সকলের সামনে দেবকে সরাসরি না বলতে শোনা গিয়েছে রুক্মিণীকে। তবে কি শেষপর্যন্ত পরিণতি পাবে তাদের ভালোবাসা? এই ছবিতে তিন ধরনের সাজে দেখা মিলবে অভিনেতার। আপাতত, দেবঅনুরাগীদের পাশাপাশি সিনেমাপ্রেমীরাও ‘কিসমিশ’ দেখার অপেক্ষায়। চলতি বছরের ২৯’শে এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

About Author