ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দেড় কোটি কৃষক হবেন উপকৃত, কৃষকদের জন্য নতুন সুবিধা চালু করল সরকার

এই সরকারি যোজনা আপনিও গ্রহণ করতে পারেন

Advertisement
Advertisement

কৃষকদের জন্য বেশ কিছু কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছে ভারত সরকার বিগত কয়েক বছরে। এখন আর তাদেরকে স্থানীয় মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিতে হয় না। বরং ভারত সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে বেশকিছু প্রকল্প যেখানে কৃষকরা সরকারের কাছ থেকে এই ঋণ গ্রহণ করতে পারেন। এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য সরকার চালু করেছে কিষান ক্রেডিট কার্ড প্রকল্প। এর মাধ্যমে আপনারা বেশ সুলভে ঋণ পেয়ে যাবেন নিজের কৃষি কাজ করার জন্য। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সস্তা ঋণ প্রদান করা হয় যাতে তারা চাষের জন্য বীজ সার কীটনাশক এবং অন্যান্য মেশিন ক্রয় করতে পারেন।

Advertisement
Advertisement

এই প্রকল্পের অধীনে একটি ক্রেডিট কার্ড সরকার কৃষকদের প্রদান করে যার মাধ্যমে কৃষকরা তাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন। তবে এখনো অনেক কৃষক রয়েছেন যাদের নামে এই কিষান ক্রেডিট কার্ড নেই। তারা কিন্তু এখনও সরকারের তরফ থেকে কোনরকম ঋণ গ্রহণ করতে পারছেন না। তাই তাদেরকে এই ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। জানা যাচ্ছে এই বছর সরকার দেড় কোটি কৃষককে ক্রেডিট কার্ড দিতে পারে। আগ্রহী কৃষকরা এটির জন্য আবেদন করে একটি ক্রেডিট কার্ড তৈরি করে স্কিমের সুবিধা পেতে পারেন।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তমর এবারে কেসিসি ডোর টু ডোর ক্যাম্পেন শুরু করেছেন। এর মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি কৃষকের কাছে কেসিসি সুবিধা প্রদান করা। এখনো পর্যন্ত যেসব কৃষকের কাছে কেসিসি সুবিধা নেই তাদের যুক্ত করে সরকার এই ক্যাম্পেইন চালাচ্ছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আপনারা এই প্রচার অভিযানে সহজেই অংশগ্রহণ করতে পারেন

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button