এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে মেতে রয়েছেন তারকা থেকে সাধারণ সকলেই। যে যার নিজের দল নিয়েই রয়েছেন ব্যস্ত। আর তার মধ্যে মিমি অন্যতম। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার তিনি। আর সেই সূত্রেই কেকেআরের কাছে নিজের নাম লেখা একটি জার্সি চেয়েছিলেন। এবার নিরাশ হতে হয়নি অভিনেত্রীকে। খুব সম্প্রতি কেকেআরের অফিসিয়াল টুইটার পেজ থেকে মিমিকে নিজের নাম লেখা কেকেআরের জার্সি হাতে নিয়ে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, কিং খানের টিম ইচ্ছাপূরণ করল অভিনেত্রীর। এই মুহূর্তে সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চিত মিমি চক্রবর্তী।Purple & Gold. Darun laagche, Mimi 😍@mimichakraborty | @Joypersonalcare | #AmiKKR | #TATAIPL https://t.co/WX51r6o9Ts pic.twitter.com/C8kum1K2Q0
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2023
Shah Rukh Khan-Mimi: মিমিকে ফেরালেন না কিং খান, ইচ্ছাপূরণ অভিনেত্রীর
মিমি চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানেও ভালোই আনাগোনা রয়েছে তার। বর্তমানে তৃণমূলের অন্যতম সক্রিয় তারকা সাংসদ তিনি। আর ৫-১০ জন সাধারণ…

আরও পড়ুন