জীবনযাপনসৌন্দর্য

‘বাস্তু শাস্ত্র’ ভিত্তিতে বাচ্চাদের স্টাডি রুম যেরকম হওয়া উচিত

Advertisement
Advertisement

বাড়ি বানানোর সময় বেশীরভাগ মানুষ ‘বাস্তু শাস্ত্র’ মেনে চলেন। বাস্তু মেনে চলেন না এমন মানুষ কমই আছেন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাচ্চাদের স্টাডি রুম তৈরি করার সময় কোন কোন দিক খেয়াল রাখা উচিত।

Advertisement
Advertisement
  • স্টাডি রুম বা অধ্যয়ন কক্ষটি সর্বদা বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে মুখ করা উচিত, উত্তরটি দ্বিতীয় সেরা দিক।
  • চেয়ারের পিছনে কখনো দরজা রাখা ঠিক নয়, বরং পিছনে দেওয়াল রাখুন।
  • বাচ্চাদের ঘরের প্রবেশদ্বার উত্তর অথবা পূর্ব দিকে হওয়া উচিত। পূর্ব দিকে যদি জানালা থাকে তবে ভালো, পর্যাপ্ত আলো প্রবেশ করবে।
  • বাচ্চার টেবিলে তামার জগ ও গ্লাস রাখুন।
  • পূর্ব এবং উত্তর দেয়াল ফাঁকা রাখুন এবং দক্ষিণ ও পশ্চিম দেয়ালে বইয়ের জন্য আলমারি বা স্টোরেজ ক্যাবিনেট বানাতে পারেন।
  • টেবিল ল্যাম্প রাখার হলে তা টেবিলের বা দিকে রাখুন। আজকাল প্রায় সবার ঘরেই কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাই ওই কম্পিউটারটি টেবিলের দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিমে রাখা উচিত।
  • স্টাডি রুমের দেওয়ালের রং হালকা রাখা ভালো। সম্ভব হলে ক্যাবিনেটে অথবা টেবিলের উপরে সরস্বতীর মূর্তি রাখতে পারেন।
Advertisement

Related Articles

Back to top button