বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধান্ত মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই পুনরায় নেটদুনিয়ায় চর্চিত কিয়ারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যেই ওয়েডিং ডেস্টিনেশনের দিকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। খুব সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রাইভেট বিমানবন্দর, কালিনা এয়ারপোর্টের বাইরে দেখা মিলেছে তার। এদিন তার সাথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। ছিলেন তার ঘনিষ্ঠমহলের একাংশও। বিমানবন্দরের বাইরে এদিন খোলা চুলে, বিনা মেকাপে, সাদা পোশাকে দেখা দিয়েছেন অভিনেত্রী। সাথে নিয়েছিলেন একটি গোলাপি রঙের পঞ্চুও। সাম্প্রতিক এই ভিডিও ভাইরাল হতেই একাংশ নিশ্চিত হয়েছেন তিনি নিজের বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করার জন্যই পাড়ি দিচ্ছেন জয়সালমীরে।
তবে এখনো পর্যন্ত এই তারকা জুটি অফিসিয়ালি নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে জানাননি। তবে না জানালেও এখন এটি মিডিয়ার ওপেন সিক্রেট। জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হচ্ছে। মুম্বাইয়ের একটি বড় ওয়েডিং প্ল্যানার কোম্পানিই তাদের বিয়ের সমস্ত আয়োজন করছে। আর সেই আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমনকি অন্যতম পরিচিত মেহেন্দি আটিস্ট বীণা নাগদাও ইতিমধ্যেই একটি বড় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাড়ি দিয়েছেন জয়সলমীরে। আর এর থেকে এটুকু স্পষ্ট কিয়ারা নিজের মেহেন্দির অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন বীণা নাগাদাকেই।
আগামী ৬’ই ফেব্রুয়ারি একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হবেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ৫ তারিখ থেকেই শুরু হয়ে যাবে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান। সেক্ষেত্রে ৪ তারিখের মধ্যেই এই তারকা জুটি পৌঁছে যাবে সেখানে। তবে বিমানবন্দরের বাইরে কিয়ারার দেখা মিললেও, এখনো পর্যন্ত সিদ্ধার্থের কোন ঝলকই পাওয়া যায়নি। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহলের পাশাপাশি এই তারকা জুটির অগণিত ভক্তমহল অধীর আগ্রহে তাদের বিয়ের ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।