কিয়ারা আডবাণীর প্রথম ফিল্ম ডেবিউ হলো পরিচালক কবীর সদানন্দ পরিচালিত কমেডি-ড্রামা ‘ফুগলি’। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও কিয়ারার অভিনয় প্রশংসিত হয় । ‘ডেকান ক্রনিকলস’ তাঁর অভিনয়শৈলীর প্রশংসা করে। কিয়ারার লুক ও অভিনয় সকলের থেকে আলাদা বলে মনে করেন নেটিজেনরাও। 9ই নভেম্বর ওটিটি প্লাটফর্মে রিলিজ করছে কিয়ারা আডবাণী ও অক্ষয়কুমার অভিনীত ফিল্ম ‘লক্ষ্মী বম্ব ‘। ‘লক্ষ্মী বম্ব’ -এর ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ফিল্মটি একটি হরর কমেডি। নেটিজেনরা আপাতত এই ফিল্মটির অপেক্ষায় রয়েছেন।
কালো পোশাকে হট অবতারে ধরা দিলেন কিয়ারা আডবাণী
সম্প্রতি কিয়ারা আডবাণীকে দেখা গেল ফিল্ম সিটিতে। কালো রঙের শর্ট ড্রেসে তাঁকে রীতিমত সুন্দরী লাগছিল। তাঁর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিয়ারা…

আরও পড়ুন