ভাইরাল হওয়া ভিডিওতে নিজের গার্লস গ্যাংয়ের সাথে ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবির একটি জনপ্রিয় গানের সাথে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার সাথে তার বোনও ছিলেন। সম্প্রতি অভিনেত্রীর সেই নাচের ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে বেজায় মজা পেয়েছেন তার অনুরাগীরাও। এছাড়াও অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে বানানো একটি ইনস্টারিল নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। যেখানে তাকে রীতিমত বেল্ড লুকে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ইনস্টারিল বানানোর জন্য যখন সময়ের লাগে রেডি হয়ে যান তিনি। এই ভিডিওটি নিঃসন্দেহে পছন্দ হয়েছিল তার অনুরাগীদের।
উল্লেখ্য, খুব শীঘ্রই কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দেখা মিলবে অভিনেত্রীর। এছাড়াও ‘যুগ যুগ জিও’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবিতেই অনিল কাপুর ও নিতু কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করবেন তারা। এছাড়াও ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে ভিকি কৌশল ও ভূমি পেড়নেকরের সাথে দেখা যাবে কিয়ারা আডবাণীকেও।Bridesmaid goal's indeed, as @advani_kiara with her beautiful girl gang present a performance, leaving the crowd mesmerized! #KiaraAdvani #dance #masti #filmygyantelly1 pic.twitter.com/nkqeyFnyTT
— filmygyantelly1 (@filmygyantelly1) March 7, 2022