Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোয়ার সৈকতে মহিলার সাথে অন্তরঙ্গ মুহূর্তে বাংলা সিরিয়ালের কর্ণ, ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল

টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।  এর মধ্যেই 25 শে ডিসেম্বর ক্রিসমাস ও নিউ ইয়ারের ছুটি কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছেন দুজনে। গোয়ায় থাকাকালীন অবকাশের…

Avatar

টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।  এর মধ্যেই 25 শে ডিসেম্বর ক্রিসমাস ও নিউ ইয়ারের ছুটি কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছেন দুজনে। গোয়ায় থাকাকালীন অবকাশের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রুশল ও অদ্রিজা। ক্রুশলের ছবিগুলিতে তাঁকে দেখা যাচ্ছে, কখনও সমুদ্রের মাঝখানে স্পিডবোটে তো কখনও বিচে শুয়ে সানবাথ নিতে। অপরদিকে অদ্রিজাকে দেখা যাচ্ছে শর্ট স্কার্ট ও বিকিনি টপ পরে সমুদ্র উপভোগ করতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে  দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে।তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।  এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন।  এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।

About Author