Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শোবার ঘরে এমন কাণ্ড ঘটালেন রানি চ্যাটার্জি এবং খেসারি লাল যাদব, দেখুন ভোজপুরি গানের ঝলক

রানি চ্যাটার্জী (Rani Chatterjee) ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অন্যতম। তবে তিনি বঙ্গতনয়া নন। প্রকৃতপক্ষে রানি অবাঙালি। তাঁর জন্ম মুম্বইয়ে। রানির প্রকৃত নাম সাবিহা শেখ (Sabiha Sheikh)। তাঁর ডেবিউ ফিল্ম…

Avatar

রানি চ্যাটার্জী (Rani Chatterjee) ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অন্যতম। তবে তিনি বঙ্গতনয়া নন। প্রকৃতপক্ষে রানি অবাঙালি। তাঁর জন্ম মুম্বইয়ে। রানির প্রকৃত নাম সাবিহা শেখ (Sabiha Sheikh)। তাঁর ডেবিউ ফিল্ম ‘সসুরা বড়া পয়সেওয়ালা’-র শুটিংয়ের সময় শুটিং স্পটে যথেষ্ট ভিড় হয়েছিল। সেই সময় বলিউডে রানি মুখার্জী (Rani Mukherjee) যথেষ্ট বিখ্যাত হয়ে উঠেছেন। ‘সসুরা বড়া পয়সেওয়ালা’-র পরিচালককে জমায়েত হওয়া আমজনতার একাংশ ফিল্মের নায়িকার নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন ‘রানি চ্যাটার্জি’। কারণ তাঁর ভয় ছিল, ধর্মীয় কারণে হয়তো সাবিহাকে সমস্যার সম্মুখীন হতে হবে।

পরবর্তীকালে স্ক্রিনে ‘রানি চ্যাটার্জি’ নামটিই ব্যবহার করা হয়। এই নামেই তিনি হয়ে ওঠেন ভোজপুরি ফিল্মের সুপারহিট নায়িকা। রানি বিভিন্ন সময় বিভিন্ন নায়কদের সাথে কাজ করলেও খেসারিলাল যাদব (Kheshari lal Yadav)-এর সাথে তাঁর জুটি ছিল সুপারহিট। এই জুটির অন্যতম ব্লকবাস্টার ফিল্ম ‘জনম’-এর ‘মওকে কা লাভ’ এখনও ভোজপুরি বলয়ে যথেষ্ট জনপ্রিয়। এই ফিল্মটি পরিচালনা করেছেন অজয় কুমার ঝা (Ajay Kumar Jha)। গানটি গেয়েছেন খেসারিলাল ও ইন্দু সোনালি (Indu Sonali)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গানের ভিডিওর শুরুতে দেখা যায়, কালো রঙের রাতপোশাক পরে রানি খেসারিলালের সাথে বিছানায় অন্তরঙ্গ হতে চান। খেসারিলাল পরনে রয়েছে সবুজ রঙের টি-শার্ট ও নীল ডেনিম ট্রাউজার। গানের সুরে তাঁরা দুজনেই অন্তরঙ্গ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর খেসারিলালের রানির সাথে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। একসময় তাঁদের পোশাক পরিবর্তন হয়। রানির পরনে মাল্টিকালার শর্ট ড্রেস। খেসারিলাল পরেন নিওন হলুদ রঙের টি-শার্ট ও ট্রাউজার। রানি নিজের শরীরে জল ঢেলে ভিজিয়ে দেন। তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন খেসারিলাল। গানের ভিডিওর ভিউ এখনও অবধি দেড় কোটি অতিক্রম করেছে।

About Author