ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।
ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভোজপুরি ইন্ড্রাস্ট্রির নামজাদা অভিনেতা খেসারি লাল যাদবের নাম সকলেই শুনেছেন। তিনি প্রচুর ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সে ভিডিওকে জীবন্ত করতে সবরকম চেষ্টা করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যাতে এই খেসারি লাল যাদব স্টেজে উঠে ভোজপুরি অভিনেত্রী স্বপ্না চৌহানের সাথে ব্যাপক লাস্যময়ী কায়দায় নাচ করেছেন। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে রোম্যান্স করেছেন সকলের সামনে। তাঁর এই অ্যাকশন দেখে উত্তেজিত হয়ে গেছেন সকলেই। এই ভিডিও ‘খেসারি লাল যাদব ফ্যানক্লাব‘ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন ও ৩.৮ লাখের বেশি মানুষ লাইক করেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram