Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

(Bhojpuri Video) খেসারি লাল যাদবের নতুন গান ‘ডবল খিরকি’ ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে, দেখুন ভিডিও

যখন দুইজন ভোজপুরি সুপারস্টার একসাথে কোনো সিনেমা বা কোনো একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তখন সেইসব ভিডিও কিংবা ভিডিও অত্যন্ত জনপ্রিয়তা পায়। আর সেই জায়গায় যদি এই সুপারস্টার হন খেসারি…

Avatar

যখন দুইজন ভোজপুরি সুপারস্টার একসাথে কোনো সিনেমা বা কোনো একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তখন সেইসব ভিডিও কিংবা ভিডিও অত্যন্ত জনপ্রিয়তা পায়। আর সেই জায়গায় যদি এই সুপারস্টার হন খেসারি লাল যাদব, তাহলে সেই ভিডিও শুধুমাত্র জনপ্রিয় না হয়ে যায় সুপারহিট। সম্প্রতি ভোজপুরি দুই সুপারস্টার খেসারি লাল যাদব এবং মডেল রানী একসাথে একটি ভিডিওতে অভিনয় করেছেন। এই গানের ভিডিওতে এই দুজন অভিনেতা অভিনেত্রীকে একসাথে দারুন রোম্যান্স করতে দেখা যাচ্ছে। এই গানের ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে মাত্র এক মাস আগে। আর মাত্র এক মাসেই এই ভিডিওটি হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়।

আপনাদের জানিয়ে রাখি গত মাসে খেসারি লাল যাদব এবং অভিনেত্রী রানীর নতুন গানের ভিডিও ডবল খিরকি রিলিজ হয়েছে। এই গানের ভিডিওতে একেবারে ধুতি কুর্তা পড়ে রোমান্স করেছেন খেসারি লাল যাদব এবং তার সাথেই একটি সবুজ রঙের ড্রেস পড়ে রোমান্সে মত্ত মডেল রানি। নিজের চেহারাকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন রানী এই ছবিতে। তাকে এই ভূমিকায় দেখে দর্শকরা একেবারে বিমোহিত বলা চলে। রিলিজ হওয়ার সাথে সাথেই ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই গানের ভিডিও টি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গানের ভিডিওতে মাহিন্দ্রা থারের উপরে চড়ে একটি হলুদ শাড়ি পরে আসছেন রানী এবং তার সাথেই একটি বাইকে চড়ে একেবারে ধুতি কুর্তা পড়ে সেখানে উপস্থিত খেসারি লাল যাদব। দুজনকেই এই গানের ভিডিওতে দুর্দান্ত দেখাচ্ছে এবং তাদের দুজনের মধ্যে রোমান্স এই গানের কথাগুলোকে আরো বেশি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এমনিতেই এটা একটি রোমান্টিক গান এবং এই গানটি দুর্দান্তভাবে গেয়েছেন শিল্পী রাজ এবং খেসারি লাল যাদব। এই গানের কথা লিখেছেন অভিষেক ভোজপুরিয়া এবং সংগীতকার মোহন সিং। VR MUSIC youtube চ্যানেলে এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছে এবং এখনো পর্যন্ত ৩২ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে। চলুন দেখে নিন এই ভিডিওটি।

About Author