বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Bhojpuri Song: খেসারি লাল ও শ্বেতা শর্মার নতুন রোমান্টিক ভিডিও ভাঙল রেকর্ড, ৩ দিনেই তুঙ্গে জনপ্রিয়তা

মাত্র ৩ দিনে এই মিউজিক ভিডিও প্রায় ১.৮ কোটির বেশি ভিউ অর্জন করেছে

Advertisement
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা খেসারি লাল যাদবের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Advertisement
Advertisement

শ্বেতা শর্মা ও খেসারির রোমান্টিক ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে খেসারির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা শর্মা। এই ভিডিওতে এই তারকা জুটির রগরগে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তাদের এমন রসায়ন দেখে লজ্জায় পড়েছেন অনেকেই। সম্প্রতি তাঁদের একটি ভিডিও সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি বাড়িতে একা থাকলে তখনই দেখবেন। ভুল করেও বাড়ির বাচ্চাদের সামনে এই ভিডিওটি চালাবেন না। ভিডিওটি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

এবার ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে শ্বেতা শর্মা ও খেসারি লাল যাদবের একটি ভিডিও। এবার যেই ভিডিও ভাইরাল হয়েছে তা গত ১৫ আগস্ট রিলিজ করেছে। এই গানের নাম, ‘হাদ কাস দি রাজা জি’। তারকা জুটির মোহনীয় ড্যান্স ও কিলার মুভ দেখে সকলের মুখে হাসি ফুটেছে। গানটি প্রকাশের ৩ দিন হয়ে গেছে এবং এই ৩ দিনে গানটি বিপুল ভিউ সংগ্রহ করেছে, যা দেখে বোঝা যাচ্ছে ভক্তরা গানটি বেশ পছন্দ করছেন। গ্লোবাল মিউজিক জংশনের ইউটিউব চ্যানেলে এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। গানটি ১.৮ কোটির বেশি ভিউ সংগ্রহ করেছে। এছাড়াও গানটির ভিডিওতে এখন পর্যন্ত লাখ লাখ লাইক ও কমেন্ট পাওয়া গেছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button