Bhojpuri Video: কাজলকে বিছানায় ফেলে তার সাথে চরম রোম্যান্স খেসারি লাল যাদবের, দুজনের জুটি দেখে মাতোয়ারা নেটপাড়া
বর্তমানে ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই ভোজপুরি ইন্ডাস্ট্রিও একই রকমভাবে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সারা ভারতের মানুষজনের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রি এখন একটা ভালো বিনোদনের জগত। এই ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় কয়েকজন…
বর্তমানে ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই ভোজপুরি ইন্ডাস্ট্রিও একই রকমভাবে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সারা ভারতের মানুষজনের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রি এখন একটা ভালো বিনোদনের জগত। এই ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে অন্যতম হলেন কাজল রাঘওয়ানি এবং খেসারি লাল যাদব। কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আরও জনপ্রিয় হয়ে ওঠেন খেসারিলাল। শোতে তাঁর ভদ্র ব্যবহার দর্শকদের মন জয় করে নিয়েছিল। যদিও শো জিততে না পারলেও, বিগ বসের পর থেকেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর কদর বেড়ে যায়। অন্যদিকে, কাজল রাঘবানি ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভোজপুরি ফিল্ম অ্যাওয়ার্ডস সেরেমনিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।
সোশ্যাল মিডিয়াতে নতুন করে জনপ্রিয় তাদের দুজনের জুটি
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি খেসারিলাল যাদব ও কাজল রাঘবানির অভিনীত ‘কুলি নং ওয়ান’ ফিল্মের একটি গান আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘এ বালমজি মুয়া দেবা কা’ শিরোনামের এই গানটিতে দুই তারকার অন্তরঙ্গ মুহূর্ত দেখানো হয়েছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ফিল্মটির গানটি নব্বইয়ের দশকের সুরের ছোঁয়া মিশ্রিত বলে নেটিজেনদের একাংশের মত। খেসারিলালের গায়কীকেও প্রশংসা করেছেন অনেকে।
কুলি নং ওয়ানের সাফল্য
সুরেন্দ্র প্রসাদ প্রযোজিত ও লালবাবু পন্ডিত পরিচালিত ‘কুলি নং ওয়ান’ ব্লকবাস্টার হিট হয়েছিল। খেসারিলাল ও হানি বি-এর কণ্ঠে এই গানটি ইতিমধ্যেই দশ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। গানের শুরুতে কাজল ও খেসারিলালকে বেডরুমে একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে দেখানো হয়েছে। এরপর বিছানা থেকে হঠাৎ নেমে তারা একসাথে নাচ শুরু করেন। এই দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।