Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: অক্ষরা সিংহের সৌন্দর্যে হৃদয় হারালেন খেসারি লাল, এইভাবে জড়িয়ে ধরলো অভিনেত্রীকে

সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক রিল ভিডিও ভাইরাল হয়েছে ভীষণভাবে। অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিংয়ের সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছে তাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম…

Avatar

সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক রিল ভিডিও ভাইরাল হয়েছে ভীষণভাবে। অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিংয়ের সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছে তাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক-নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। তবে সম্প্রতি তার যে রিল ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি বেজায় মনে ধরেছে অভিনেত্রী ভক্তদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারণে-অকারণে ভোজপুরি দর্শকদের মাঝে চর্চায় থাকেন কেশরী লাল যাদব। সেখানকার দর্শকদের মাঝে কিংবা সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স মিলিয়নে কথা বলে, ৩.১ মিলিয়ন। অন্যদিকে অক্ষরা সিংও পিছিয়ে নেই। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স গায়ক-নায়কের থেকেও অনেকটা বেশি, ৫.৬ মিলিয়ন। এনারা দুজনেই যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির তারকা, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অনস্ক্রিন জুটি হিসেবেও তাদের জনপ্রিয়তা কিছু কম নেই সাধারণ দর্শকদের মাঝে।

সম্প্রতি যে ইনস্টারিল ভিডিওটি শেয়ার হয়েছে, সেখানে এই দুই তারকাকে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তাদেরই অভিনীত ছবির হিট গগন ‘আজা রিল পে দিখায়াবাতানি’শোনা গিয়েছে। সম্ভবত শুটিংয়ের সময়ই এই ইনস্টারিল ভিডিওটি বানিয়েছিলেন তারা। বর্তমানে গানের প্রচারের খাতিরেই শেয়ার করেছেন ভিডিওটি। এই মুহূর্তে তাদের এই রিল ভিডিও রীতিমতো ভাইরাল ভোজপুরি দর্শকদের অধিকাংশের মাঝে। ভিডিওতে কেশরী লাল যাদবকে লাল ও কালোর স্ট্রাইপের ব্লেজারে দেখা গিয়েছে। চোখে পরেছিলেন চশমাও। পাশাপাশি অভিনেত্রীকেও একটি বেগুনি রঙের চকচকে শাড়িতে দেখা গিয়েছিল। খোলা চুলে মানানসই সাজেই এদিন ছিলেন তারা। উল্লেখ্য, বেশ কিছুসময় আগে কেশরী লাল যাদব নিজেই এই ইনস্টারিলটি শেয়ার করে নিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামের পাতায়, যা এই মুহূর্তে আবারো ভোজপুরি দর্শকদের একাংশের নজর কেড়েছে।

About Author