Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হিন্দিতেই বাজিমাত, ‘বাহুবলী’-এর রেকর্ড ভেঙেছে যশ-এর KGF 2

গতমাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর'। এই ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিল বক্সঅফিসে। এই ছবির হাত ধরেই রাজামৌলি নিজের পরিচালিত আরো…

Avatar

গতমাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’। এই ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিল বক্সঅফিসে। এই ছবির হাত ধরেই রাজামৌলি নিজের পরিচালিত আরো এক ছবি ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিয়েছে। এবার মুক্তির আগেই ‘আর আর আর’এর রেকর্ড ভাঙেছে প্রশান্ত নীল পরিচালিত ও যশ অভিনীত ‘কেজিএফ ২’। মুক্তির আগেই বক্সঅফিসে ২০ কোটির ব্যবসা এই ছবির। ১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপটার ২’। এই ছবি এই মুহূর্তে যে রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে, তা বলাই বাহুল্য।

কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপটার ২’ বাজিমাত করছে হিন্দিতেই। ৫ দিনের মধ্যেই আবার রেকর্ড ভেঙেছে এই ছবি। হিন্দিতে সবথেকে দ্রুত ২০০ কোটি কামালো ‘কেজিএফ ২’। এর আগে পর্যন্ত এই স্থানে ছিল ‘বাহুবলী ২’। পাঁচবছর আগে মোট ৭ দিনে ২০০ কোটি কমিয়েছিল এই ছবি। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিলো ‘কেজিএফ ২’। উল্লেখ্য শুধুমাত্র হিন্দিতেই এই ছবি ২৫০ কোটির গণ্ডি পার করেছে। হিন্দিতে এখনো পর্যন্ত মোট আয় ২৫৫ কোটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার এই ছবি বক্সঅফিসে সব ভাষা মিলিয়ে মোট আয় করেছে প্রায় ৩১.৫০ কোটি টাকা। হিন্দিতে- ১৫.৫০ কোটি, কন্নড় ভাষায়- ৫ কোটি, তেলুগুতে- ৪.৮০ কোটি, মালায়ালামে- ৩.৫০ কোটি। এই মুহূর্তে বক্সঅফিসে ‘কেজিএফ চ্যাপটার ২’ রাজ করছে, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।

এই ছবিতে যশ ছাড়াও দেখা মিলছে সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, রবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, রামচন্দ্র রাজু, রাও রমেশ ছাড়াও রয়েছেন একাধিক বড় বড় তারকাদের। এই ছবিতে সকলেই রীতিমতো নজরকাড়া অভিনয় করেছেন। কেউ কারোর থেকে কম যাননি। গোটা ছবিটা রীতিমতো ঘোর লাগিয়েছে দর্শকদের। এখন থেকে অনেকেই ‘কেজিএফ চ্যাপটার ৩’এর অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সবদিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

About Author