Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kenisha Awasthi: : এমন পোশাকে অনুষ্ঠানে পৌঁছে গেলেন ‘মাস্তরাম’ অভিনেত্রী, অভিনেত্রীর ছবি ভাইরাল

বর্তমান প্রজন্মের কাছে কেনিশা অবস্তি বেশ জনপ্রিয়। তিনি বেশ পরিচিত ওয়েব মহলেও। 'হাসমুখ' ও 'মাস্তারাম' ওয়েব সিরিজের সূত্র ধরেই দশমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি অভিনয়ের সূত্র…

Avatar

বর্তমান প্রজন্মের কাছে কেনিশা অবস্তি বেশ জনপ্রিয়। তিনি বেশ পরিচিত ওয়েব মহলেও। ‘হাসমুখ’ ও ‘মাস্তারাম’ ওয়েব সিরিজের সূত্র ধরেই দশমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি অভিনয়ের সূত্র ধরে নয় নিজের লাস্ট সময় অবতারের সূত্র ধরেই নেট মহলের পাশাপাশি তার সমগ্র অনুরাগী মহলে চর্চার আলোয় উঠে এসেছেন কেনিশা অবস্তি।

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের অফিসিয়াল পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে অভিনেত্রীকে সবসময়ের মতোই বোল্ড লুকে দেখা গিয়েছে। কালো রঙের ডিপনেক লং ড্রেসে ছিলেন কেনিশা। সাজ পূরণের জন্য খোলা চুলে, এদিন হালকা মেকাপে ছিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল টেলি অ্যাওয়ার্ড শো। ইন্ডাস্ট্রি সেই টেলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই এই পোশাকে হাজির ছিলেন অভিনেত্রী। সকলের মাঝে থেকেও এদিন নজর কেড়েছেন কেনিশা। পাপারাজিৎদের সূত্র ধরেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের লাস্যময়ী অবতারের জন্যই চর্চায় অভিনেত্রী। তার এই লুকই মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে। হুঁশ উড়িয়েছে তার পুরুষ ভক্তদেরও। রইল সেই ভিডিওই।

উল্লেখ্য, অভিনেত্রী পর্দায় একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। ওয়েব মহলে বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচয় তার। ‘হাসমুখ’ ওয়েব সিরিজ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এই সিরিজে বীর দাস, রণবীর শোরে এবং রবি কিষাণের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। তবে বলাই বাহুল্য, ‘মাস্তারাম’ ওয়েব সিরিজের হাত ধরেই এক বিপুল পরিচিতি দর্শকমহলে পেয়েছেন কেনিশা। আপাতত টেলি অ্যাওয়ার্ড শোতে তার লাস্যময়ী অবতার সকলের মাঝে চর্চায় তুলে এনেছে তাকে।

About Author