Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৪ ফেব্রুয়ারি তৃতীয় বারের জন্য দলের হয়ে শপথ নেবেন কেজরিওয়াল, উপস্থিত থাকবেন মমতাও

গত ৮ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। ৭০ টি আসনে হয়েছিল দিল্লির বিধানসভা নির্বাচন। তাতে বিপুল ভোটে জয়লাভ করেছে আম আদমি পার্টি। এই নিয়ে তৃতীয়বার আপের জয়লাভ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ…

Avatar

গত ৮ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। ৭০ টি আসনে হয়েছিল দিল্লির বিধানসভা নির্বাচন। তাতে বিপুল ভোটে জয়লাভ করেছে আম আদমি পার্টি। এই নিয়ে তৃতীয়বার আপের জয়লাভ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন ভোট গণনার আগে হনুমান মন্দিরে পুজো দিয়ে আসেন। এদিন ভোট গনণা শুরু হয় সকাল আট’টায়। কড়া নিরাপত্তার সহিত চলে ভোট গণনা পর্ব। মোট ৩৩ জন পর্যবেক্ষক এদিন গণনার কাজে যুক্ত ছিলেন। ভোট গণনার আগে মন্দিরে পুজো দেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এরপর তিনি সংবাদমাধ্যমকে জানান, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, গত পাঁচ বছরের কাজের দাম দিল্লির মানুষ দেবে।

এরপর সকাল ৮টা ৫০ মিনিটে আম আদমি পার্টির সদর দপ্তরে সপরিবারে পৌঁছন অরবিন্দ কেজরিওয়াল। গণনা শুরু হতেই কংগ্রেসের প্রতি ভালো বার্তা যায়নি বলে স্বীকার করলেন অধীর রঞ্জন চৌধুরী। এমন লজ্জাজনক হারের পর ইস্তফা দিলেন দিল্লির কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এক্সিট পোলে আজ সবসময়ই এগিয়ে ছিল আম আদমি পার্টি। গণনা শেষে তৃতীয়বার দিল্লির আসন লাভের পর অরবিন্দ কেজরিওয়ালের জয়ে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দ্বিতীয়বার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরও প্রতিহিংসার রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করেছে। বিজেপি সবসময় অপপ্রচার করে, ঘৃণার রাজনীতি করে, গুজব ছড়ায়।এটা রাজনীতির ইস্যু হতে পারে না। রাজনীতির ইস্যু হওয়া উচিত অর্থনীতি, বেকারত্বর মতো। কেজরিওয়ালের এই জয় গণতন্ত্রের জয়।”

আরও পড়ুন : ‘বিজেপিকে ছুঁড়ে ফেলেছে মানুষ’, কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে মন্তব্য মমতার

অবশেষে ৬২ আসনে জয়লাভ আপের এবং বাকি ৮ টি আসন পেল বিজেপি। বিরাট জয়লাভের পর অরবিন্দ কেজরিওয়াল ভারত মাতার জয়, জয় হনুমান, বন্দেমাতরম ও ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেন। দলের কর্মী ও দিল্লির মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং গত পাঁচ বছরে আম আদমি পার্টির কাজের প্রশংসা করে তিনি আবারও তাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিকেল পাঁটা নাগাদ দলের সদর দপ্তর থেকে একটি বিজয় মিছিল বের করেন কেজরিওয়াল। তারপর নিকটবর্তী হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। তার সঙ্গে ছিল নেতৃবৃন্দের অনেকেই। আগামী ১৪ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। ভালবাসার দিনেই ফের সফর শুরু করতে চলেছেন তিনি।

About Author