টেক বার্তা

ভারতের বাজারে লঞ্চ হল Ninja নতুন মডেল, জেনে নিন গাড়ির দাম

Advertisement
Advertisement

BS6 Ninja 650 এবং Z650 লঞ্চ করার পর ভারতের বাজারে Kawasaki আরও একটি BS6 বাইক Ninja 1000SX লঞ্চ করেছে। জানা গিয়েছে এটির মূল্য 10.79 লাখ টাকা যা সাধারণ BS4 বাইকের থেকে ৫০ হাজার টাকা বেশি। তবে এই অতিরিক্ত দামের কারণ হলো, পরিষ্কার ইঞ্জিন এছাড়া বেশ কিছু যান্ত্রিক ও গঠনগত পরিবর্তন। ইতিমধ্যেই বেশ কিছু Kawasaki ডিলার গতমাস থেকেই এই বাইকের বুকিং নেওয়া শুরু করে দিয়েছে।

Advertisement
Advertisement

আসুন জেনে নিই বাইকটির বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে –

Advertisement

1. সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেলের পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল ৪.৩ ইঞ্চি TFT কালার ডিসপ্লে। যার দ্বারা ট্যাকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন, ABS স্টেটাস, দূরত্ব ইত্যাদি সম্পর্কে জানা যাবে।

Advertisement
Advertisement

2. রয়েছে ৪ টি আলাদা রাইডিং মোড, যথা- রোড, রেইন, স্পোর্ট এবং রাইডার।

3. চার সিলিন্ডার যুক্ত 1,043 cc ইঞ্জিন, যার মাধ্যমে উৎপন্ন হবে 140 bhp এবং 111 Nm টর্ক। শুধু তাই নয়, এতে রয়েছে six-speed গিয়ারবক্স সাথে একটি স্লিপার ক্লাচ এবং KQS (Kawasaki quick shifter)।

4. 300 mm ফ্রন্ট এবং সিঙ্গেল রিয়ার 250 mm পেটাল ডিস্ক ব্রেক।

5. Kawasaki ইনটেলিজেন্ট অ্যান্টি-লক ব্রেক সিস্টেম এছাড়াও স্মার্টফোন কানেকশনের জন্য
Kawasaki Rideology অ্যাপ।

Advertisement

Related Articles

Back to top button