খেলাক্রিকেট

CSA T20 League: লাইভ ম্যাচে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের রহস্যময়ী সুন্দরী, যার সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

২০১৮ সালে ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসরে সাধারণ মানুষের নজরে পড়েছিলেন কাব্য মারান নামে এক ভারতীয় কন্যা।

Advertisement
Advertisement

ক্রিকেটের ময়দানে গ্লামার থাকবে না, তাই কি কখনো হয়? ক্রিকেটের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত একাধিক নারী স্টেডিয়ামে খেলা দেখতে এসে ভাইরাল হয়েছেন নিজেদের সৌন্দর্যের মাধ্যমে। এমনকি ২২ গজে পারফরমেন্সরত ক্রিকেটারদের নজরও লক্ষভ্রষ্ট হয়নি তাদের থেকে। ঠিক তেমনি ২০১৮ সালে ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসরে সাধারণ মানুষের নজরে পড়েছিলেন কাব্য মারান নামে এক ভারতীয় কন্যা। আপনাদের জানিয়ে রাখি, কাব্য মারান সান গ্রুপের মালিক কালানিথি মারানের মেয়ে।

Advertisement
Advertisement

সানরাইজ হায়দ্রাবাদের জার্সি পড়ে নিজের দলকে সাপোর্ট করতে স্টেডিয়ামে পৌঁছেছিলাম তিনি। বিগত চার বছর ধরে নিজের সৌন্দর্যের কারণে বিভিন্ন মাধ্যমে আলোচনায় রয়েছেন কাব্য। এমনকি আইপিএলের মেগা নিলামের আসরে হায়দ্রাবাদের জন্য বিট করতে দেখা গেছে তাকে। সম্প্রতি একটি বিশেষ কারণে সংবাদ শিরোনামে ফের উঠে এসেছে তার নাম।

Advertisement

কাব্য মারান ১৯ শে জানুয়ারি সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং পার্ল রয়্যালসের মধ্যে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন। আর এই ম্যাচ চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার এক ভক্ত কাব্য মারানকে বিয়ের প্রস্তাব দেন। লাইভ ম্যাচ চলাকালীন ক্যামেরার ফোকাস এই ফ্যানের দিকে গেলে তার হাতে একটি বোর্ড দেখা যায়। এই বোর্ডে ভক্ত লিখেছিলেন, ‘কাব্য মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই ভক্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, কাব্য মারান তার এমবিএ শেষ করার পর তার বাবা কালানিথি মারানের ব্যবসায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কাব্য তার কোম্পানিতে বড় পদ গ্রহণ করার আগে অভিজ্ঞতা অর্জনের জন্য সান টিভি নেটওয়ার্কে একটি ইন্টার্নশিপও করেছিলেন। কাব্য বর্তমানে সান টিভি নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম সান নেক্সট সান এনএক্সটি-এর প্রধান। পাশাপাশি সানরাইজ হায়দ্রাবাদের জন্য নিলাম টেবিলে বড় ভূমিকা পালন করেন কাব্য।

Advertisement

Related Articles

Back to top button