Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mahapith Tarapith: ‘মহাপীঠ তারাপীঠ’-এর সেটে কৌশিকী অমাবস্যার পুজোয় আরতি করলের পর্দার ‘বামা’

ঘড়িতে রাত ১০টা বাজলেই স্টার জলসাতে শুরু হয় মহাপীঠ তারাপীঠ। সাধক বামাক্ষ্যাপার জীবনীর ওপর এই ধারাবাহক সম্প্রচার হয়। এই ধারাবাহিকে মা তারার নানান গল্প শুধু দেখানো হয়না বরং এই ধারাবাহিকের…

Avatar

By

ঘড়িতে রাত ১০টা বাজলেই স্টার জলসাতে শুরু হয় মহাপীঠ তারাপীঠ। সাধক বামাক্ষ্যাপার জীবনীর ওপর এই ধারাবাহক সম্প্রচার হয়। এই ধারাবাহিকে মা তারার নানান গল্প শুধু দেখানো হয়না বরং এই ধারাবাহিকের সেটে সারা বছরই নিয়ম করে মা তারার পুজো হয়। হ্যাঁ এই ধারাবাহিকে সত্যি তাই হয়। ‘বামাক্ষ্যাপা’ ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী প্রতিদিন নিজের হাতে মায়ের নিত্য আরতি করেন।

রোজকার তুলনায় সোমবার এই ধারাবাহিকের সেটের ব্যস্ততা একটু বেশিই। কারণ? আজ, সোমবার কৌশিকী অমাবস্যা। আর যেখানে মা তারার নিত্য পূজা হয় সেখানে আর এই বিশেষ দিনে মা তারার পূজা হবেনা। যদিও বছরভর অপেক্ষা করে থাকে আজকের দিনটি। এই দিন উপলক্ষেই ধারাবাহিকের গোটা টিম মেতেছিল মা তারার আরাধনায়। সেট থেকে পুজোর ছবি শেয়ার করে পুরো দিনের কথা জানান দিলেন খোদ মা কাকিমার প্রিয় ‘বামাক্ষ্যাপা’ ওরফে সব্যসাচী চৌধুরী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Mahapith Tarapith: ‘মহাপীঠ তারাপীঠ’-এর সেটে কৌশিকী অমাবস্যার পুজোয় আরতি করলের পর্দার ‘বামা’

‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে আজ অভিনয়ের থেকে সোমবার সবাই পুজো নিয়ে বেশি ব্যস্ত। এই দিন ফ্লোর জুড়ে সাজানো জবা ফুল। মা তারার বিগ্রহে উপচে পড়েছে জবা ফুলের মালা। আর মায়ের সামনেই আসনে থরে থরে সাজানো প্রসাদ-নৈবেদ্যের থালা। আদ জ্বলছে ধূপ-প্রদীপ। ছবি দেখেই সাফ বোঝা যাচ্ছে যে, সদ্য পুজো দেওয়া হয়েছে। আর দেবীর মূর্তিকে ঘিরব দাঁড়িয়ে রয়েছে গোটা টিম। সকলের মুখেই এক ম্লান হাসি ঝরে পড়েছে। সব্যসাচীর শেয়ার করা ছবিতেই এই সুন্দর পড়ল সেই দৃশ্য।

তবে এই ছবিতে বিশেষভাবে নজর কাড়লেন ‘বামা’ সব্যসাচী। ধারাবাহিকের বামার লুকেই অভিনেতা মা তারার পুজো দিয়েছেন। পরনে লাল শালু। গলায় ঝুলছে মোটা রুদ্রাক্ষের মালা। কাচা-পাকা গোঁফ-দাড়ি। মায়ের বিগ্রহের নিচে এক কোণে কড়জোড়ে বসে রয়েছেন সব্যসাচী। এযেন স্বয়ং বামাক্ষ্যাপা। এই ছবি শেয়ারের পাশাপাশি পুজোর কৃতিত্ব দিলেন ধারাবাহিকের আর্ট ডিরেক্টরের দায়িত্বে থাকা ‘ছোটুদা’র। তিনিই নাকি প্রতি বছর নিয়ম করে এই বিশেষ তিথিতে ফ্লোরে মা তারার পুজোর আয়োজন করেন। শুধু তাই নয়, পুজো শেষে গোটা টিমের প্রত্যেক সদস্যের হাতে প্রসাদ হিসেবে তুলে দেন দেবীর উদ্দেশে দেওয়া নৈবেদ্যের প্যাঁড়া। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author