Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গলায় মোটা সোনার চেন, চোখে লাল চশমা! র‍্যাপ গেয়ে সবাইকে চমকে দিলেন বলিউডের বিগ বি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হিন্দি টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো হোলো 'কন বানেগা ক্রোড়পতি'। কেবিসির মঞ্চ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে ছাড়া অসম্পূর্ণ। এই সপ্তাহ 'কন বানেগা ক্রোড়পতি'র শেষ সপ্তাহ। শুরু থেকেই…

Avatar

By

হিন্দি টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো হোলো ‘কন বানেগা ক্রোড়পতি’। কেবিসির মঞ্চ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে ছাড়া অসম্পূর্ণ। এই সপ্তাহ ‘কন বানেগা ক্রোড়পতি’র শেষ সপ্তাহ। শুরু থেকেই প্রতি সপ্তাহে কেবিসির মঞ্চে থাকে নতুন নতুন চমক। আর এই শেষ সপ্তাহে থাকবে আরো বেশি করে চমক। এই শেষ সপ্তাহের বুধবার রাতে কেবিসির মঞ্চে উপস্থিত থাকছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও হিট গায়ক বাদশাহ (Rapper), যাদের গানের তালে সর্বদাই নেচে ওঠে বর্তমান প্রজন্ম।

সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’র একটি প্রমো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউডের গায়ক বাদশাহের সাথে তার মতো করে চশমা পরে উঠে দাঁড়িয়ে কেবিসির মঞ্চে গান (Rap Song) গাইলেন অমিতাভ বচ্চন। এদিন কেবিসির মঞ্চে নতুন রূপে দেখা মিলল বিগ বি’র। সম্প্রতি এই প্রমো ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। বাদশাহের সাথে অমিতাভ বচ্চনের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই রিয়্যালিটি শোয়ের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এপিসোড দেখার জন্য। বুধবার রাত ৯’টায় সনির পর্দায় সম্প্রচারিত হবে ‘কন বানেগা ক্রোড়পতি’র এই এপিসোড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিনের এই এপিসোডে দেখা যাবে নেহা কক্কর অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে তারই অভিনীত জনপ্রিয় ছবি ‘কাভি কাভি’র হিট গান ‘কাভি কাভি মেরে দিল মে খেয়াল আতা হে’ গেয়েছেন। যা শুনে অমিতাভ বচ্চন বেজায় খুশি হয়ে তার গায়কির প্রশংসাও করেছেন। এমনকি চেয়ার ছেড়ে উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। বিগ বি’র হাবেভাবেই স্পষ্ট ছিল তিনি গানটি শুনে বেশ খুশি হয়েছেন। সম্প্রতি সেই দৃশ্যও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সনির অফিশিয়াল পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই রিয়্যালিটি শোয়ের যেকোন দৃশ্যের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয় কেবিসির অনুরাগীদের মধ্যে।

About Author