Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Katrina-Vicky’s Babymoon: বেবিমুনে রওনা দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি, বিমানবন্দরে পাপারাজিৎদের নজর এড়ানোর চেষ্টা অভিনেত্রীর

খুব সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহিত জীবন একবছর পার করলো। সেই সূত্রে তারকাদের পাশাপাশি সাধারণদের কাছ থেকেও অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন তারা। তবে এবার নিজেদের বিবাহবার্ষিকীর পাশাপাশি নতুন বছর…

Avatar

খুব সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহিত জীবন একবছর পার করলো। সেই সূত্রে তারকাদের পাশাপাশি সাধারণদের কাছ থেকেও অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন তারা। তবে এবার নিজেদের বিবাহবার্ষিকীর পাশাপাশি নতুন বছর আসার আনন্দ একসাথে উদযাপন করতে বেবিমুনে পাড়ি দিলেন এই তারকা জুটি। আপাতত, মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে তাদের। আর সেই ঝলক এই মুহূর্তে ভাইরাল পাপারাজিৎদের সূত্র ধরেই।মিডিয়াতে অভিনেত্রীর মা হওয়া নিয়ে কম গুজব নেই। তিনি যে এখন মা হচ্ছেন না, সেকথা বারবার প্রমাণ করে দিয়েছেন নিজের হাবেভাবেই। তবে মিডিয়ার পাশাপাশি নেটজনতার একাংশ তার মা হওয়ার গুজব মিথ্যা, একথা মানতে নারাজ। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তাদের মত খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন এই তারকা জুটি। তাদের মতে নতুন বছরের আগেই বেবিমুনে রওনা দিয়েছেন তারা।
এই মুহূর্তে ‘ভাইরাল ভয়ানী’র ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে ব্লু ডেনিম ও সাদা শার্টে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। পাশাপাশি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে লাল রঙের একটি নাইট ড্রেসে। দুজনের পায়েই ছিল স্নিকার্স। এদিন গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢোকার সময় পাপারাজিৎদের নজর রীতিমতো এড়িয়ে অভিনেতার আগেই বিমানবন্দরের ভিতর ঢুকে গিয়েছিলেন তিনি। আর অভিনেত্রীর এই আচরণেই অনেকের মনে হয়েছে তিনি নিজের নাইট ড্রেসের সাহায্যে নিজের বেবিবাম্প লোকাচ্ছিলেন। তবে এই প্রসঙ্গে এখনই মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ এই তারকা জুটি। এই মুহূর্তে মিডিয়ার পাশাপাশি এই তারকা জুটির অগণিত ভক্তমহল তাদের ঘুরতে যাওয়ার ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
About Author