উল্লেখ্য, বিয়ের সন্ধ্যা হতেই বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সারাজীবনের জন্য একে অপরের হাত ধরে চলার প্রতিশ্রুতি নিলেন। ক্যাট নিজের স্পেশাল দিনে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহেঙ্গায় সেজেছেন। আর নতুন কনের ফাঁস ছবিতে আবছা দেখা যাচ্ছে তাঁর মুখ, আর তা দেখেই ধন্য ধন্য করছিল গোটা নেটবাসী। বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি তাতে হতবাক ছিল সকলেই। কিন্তু এতো গোপনীয়তার মাঝেও ছবি শিকারিদের নজর এড়াতে পারলোনা নতুন বিবাহিত কাপল। দূর থেকে জুম করেই পাপারিজ্জরা বর-কনের বেসে লেন্সবন্দি হলেন ভিকি-ক্যাটরিনা। এদিন অভিনেত্রী সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গার সাথে মাথায় ওড়না, মাংগ টিকা, হাতে ভর্তি কলিরেঁ আর গয়নায় সেজেছেন। অভিনেত্রীর বিয়ের সাজের ক্লোজ আপ শটস দেখবার প্রতীক্ষায় ছিল ফ্যানেরা। অবশেষে ভিক্যাট অনুগামীদের ইচ্ছা পূরণ করলো।
Katrina-Vicky Wedding: ভিকি-ক্যাটরিনা স্বামী-স্ত্রী হিসেবে প্রথম ছবি শেয়ার করলেন
যেমন কথা তেমন কাজ। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিন এই হেভিওয়েট কাপলের রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকল জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। বৃহস্পতিবার…

By

আরও পড়ুন