তবে আসল কথা হল, এই টুইটের কোনো সত্যতা নেই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একে অপরের সাথে বেশ উপভোগ করেই সংসার করছেন তারা। বর্তমানে খুব সম্ভবত একান্তে এই জুটি নিজেদের ভ্যাকেশন মোড অন করেছেন। সময় কাটাচ্ছেন একে অপরের সাথে। যার ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত অনুরাগীরা। এই মুহূর্তে এমন ভুয়ো টুইট দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। মন্তব্যের মাধ্যমেই তাকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন অধিকাংশ, যার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। উল্লেখ্য, এই প্রসঙ্গে তারকা জুটির তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়াই মেলেনি।Breaking News 🗞️: #KatrinaKaif is not happy with her marriage life. As per Close Crew of #VickyKaushal , He is suffering from erectile dysfunction. He is also taking medicines. 2 days ago, Vicky broke his phone in vanity van after fighting with her on phone call. pic.twitter.com/a8r35xmxgz
— Umair Sandhu (@UmairSandu) June 22, 2023
ভিকি কৌশলকে বিয়ে করে কাঁদছেন ক্যাটরিনা কাইফ? জানুন খবরের আসল সত্যতা
২০২২'এর ৯'ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম…

আরও পড়ুন