Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Katrina-Sunny: দেওরের ইনস্টা পোস্টে মিষ্টি কমেন্ট বৌদির, আবারো চর্চায় অভিনেত্রী

গতবছর ডিসেম্বরে শুরুতেই রাজস্থানের বারওয়ারা ফোর্টে দীর্ঘ জল্পনার পর রাজকীয় ভাবে ভিকি কৌশলের সাথে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বলাই বাহুল্য, তাদের বিয়ে ছিল ২০২১-এ বলিউডের সবথেকে চর্চিত একটি ইভেন্ট। বিয়ের…

Avatar

By

গতবছর ডিসেম্বরে শুরুতেই রাজস্থানের বারওয়ারা ফোর্টে দীর্ঘ জল্পনার পর রাজকীয় ভাবে ভিকি কৌশলের সাথে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বলাই বাহুল্য, তাদের বিয়ে ছিল ২০২১-এ বলিউডের সবথেকে চর্চিত একটি ইভেন্ট। বিয়ের আগে থেকেই তাদের পরিবারের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন ক্যাটরিনা। বর্তমানে তার শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। সম্প্রতি দেওরের ছবিতে মিষ্টি কমেন্ট করে আবারও বলিউডের এই সুন্দরী মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন।
 
View this post on Instagram
 

A post shared by Sunny Kaushal (@sunsunnykhez)

সম্প্রতি সানি কৌশল নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে ফটোশুটে দু’টি ছবি শেয়ার করেছেন। যেখানে অভিনেতার দেখা মিলেছে একেবারে রাজকীয় পোশাকে। অভিনেতা যেখানে ছবিটি তুলেছেন তার আশেপাশের পরিবেশও ছিল বেশ রাজকীয়। ছবিতে গাঢ় বাদামী রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, “রাজার মত পোজ দাও, পোশাক পরো যোদ্ধার মত”। অভিনেতা এই ছবি নেটমাধ্যমে শেয়ার করার সাথে সাথেই তার নতুন বৌদি ক্যাটরিনা কাইফ কমেন্ট করে লেখেন, “ভাইব হ্যায় ভাইব হ্যায়”। একেবারে মজার ছলেই এমন কমেন্ট করেছিলেন অভিনেত্রী। যার প্রতিক্রিয়াও দিয়েছেন সানি কৌশল। দেওরের ছবিতে কমেন্ট করার পর থেকেই নেটিজেনদের মাঝে এবং মিডিয়াতে চর্চিত হয়েছেন তিনি।সানির ছবিতে অভিনেত্রীর কমেন্ট দেখার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে সেরা বৌদির তকমা দিয়েছেন। তাদের মতে, এত বড় অভিনেত্রী হয়েও সেই চেনা ধাঁচেই মজা করেছেন দেওরের সাথে। অনেকে আবার বলেছেন, ভিকি কৌশলেরও উচিৎ ছিল ভাইয়ের ছবিতে কমেন্ট করা। তবে সেই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেয়নি কেউই।এর আগে গায়ে হলুদের সময় ক্যাটরিনা কাইফের সাথে একটি ছবি শেয়ার করে সানি কৌশল লিখেছিলেন, “একজন ভাল দেওরের কর্তব্য পালন করছি”। ছবিতে দু’জনকেই বেশ উচ্ছ্বসিত দেখিয়েছিল, আর সেটাই স্বাভাবিক। ছবিটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। আপাতত ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল এর সাথে জহুর একটি বিলাসবহুল আবাসনে সংসার পেতেছেন। বিয়ের পরপরই নিজেদের এই আবাসনের গৃহপ্রবেশ করে ফেলেছিলেন তারা। আপাতত কাজ নিয়েই ব্যস্ত তারা।
About Author