কৌশিক পোল্ল্যে: বলিউডের অন্যতম অভিনেত্রী ক্যাটরিন কাইফ প্রাশয়ই খবরের শীর্ষে থাকেন তার ফিল্ম কেরিয়ার, লাইফস্টাইল, ফ্যাশন সেন্স এবং বিশেষ করে ব্যাক্তিগত সম্পর্কের জন্য।
প্রায় দেড় শতকের বলিউড সময় সফরে বহু অভিনেতার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। বলিউডের দাবাং সলমান খানের সঙ্গে সম্পর্কবিচ্ছেদের পর রনবীর কাপুরের সঙ্গেও প্রেমের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন বলি মহলে নতুন করে গুঞ্জন উঠেছে। ক্যাটের সঙ্গে জড়িয়েছে বর্তমানের উঠতি একজন অভিনেতার নাম। তিনি ভিকি কৌশল। ইতিমধ্যেই ‘উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক’, ‘সঞ্জু’, ‘রাজি’ এর মতো সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
ভিকি আর ক্যাটকে প্রায়শই রেস্টুরেন্ট, অ্যাওয়ার্ড শো, এছাড়াও বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে। সূত্রের খবর অনুযায়ী, বছর শেষেই কিংবা নতুন বছরের শুরুতেই আংটিবদল হতে পারে এই যুগলের মধ্যে।
নিজেদের মধ্যে ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে কুলুপ এঁটেছেন দুজনেই। ক্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে ভিকিকে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে তা এড়িয়ে যান এবং অপরদিকে ক্যাটের বক্তব্য, “ এসব গুজবে অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা আমাদের জীবনের অঙ্গ। লাইম লাইটে থাকতে থাকতে এসব এখন গা সওয়া হয়ে গিয়েছে।” দুজনে সম্পর্ক নিয়ে কোনোরকম মন্তব্য না করলেও বলিপাড়ায় যা রটে তার খানিকটা তো সত্যি বটে।