সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম জনপ্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার ফলোয়ার্স সংখ্যা মিলিয়ানে কথা বলে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে তার একাধিক বোল্ড ঝলক, যা খুব স্বাভাবিকভাবেই নেটমহলের অজানা নয়। সম্প্রতি নিজের তেমনই একটি বোল্ড ঝলকের সূত্র ধরে একাংশের মাঝে পুনর্বার চর্চিত এই অভিনেত্রী।সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে সাদা ব্যাকলেস ব্রালেটে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন কালো হট প্যান্টও। হালকা মেকাপে পরেছিলেন মানানসই কানের দুল ও ব্রেসলেট। আলগা করে বেঁধেছিলেন চুলও। তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। এদিন এই বেশেই রোদে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। তার এই রূপের ঝলক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটমহলে। পাশাপাশি তাপমাত্রাও বাড়িয়েছেন ভক্তদের মনের, যার প্রকাশ রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সেই।
Kate Sharma: গোটা নেটদুনিয়ার তাপমাত্রা বাড়িয়েছেন এই অভিনেত্রী, সাদা ব্রালেটেই হাজির ছিলেন ক্যামেরার সামনে
বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একজন উঠতি অভিনেত্রী কেট শর্মা। ১৯৯৭ সালের ১৯'শে জুলাই মুম্বাই, মহারাষ্ট্রে জন্মেছিলেন তিনি। ২১ বছর বয়সী এই অভিনেত্রী মডেলিং দিয়েই বিনোদন জগৎ'এ নিজের যাত্রা শুরু…

আরও পড়ুন