সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে সাদা ও কমলা প্রিন্টের ডিপ নেকলাইন কাটিং একটি শর্ট ড্রেসেই দেখা গিয়েছিল। ঝলকে ‘এ যাতে হুয়ে লামহে’ গানের সাথেই রিল বানাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আয়নার সামনে দাঁড়িয়েই খোলা চুলে হালকা মেকাপে এই ঝলক বানাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। লজ্জার ছাপ বজায় রেখেছিলেন নিজের চোখে মুখেও। প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় সাহসী রূপে দেখা মেলে তার। এই ঝলকেও অন্যথা হয়নি তার। অভিনেত্রীর এই ঝলকে নেহাতই কম প্রতিক্রিয়া মেলেনি। সেই ঝলক অবশ্য মিলবে কমেন্টবক্সেই।
সাহসী পোশাকে হট মুভ দেখালেন অভিনেত্রী, ভিডিও দেখে মানুষ দীর্ঘশ্বাস ফেলল – KATE SHARMA HOT VIDEO
বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একজন উঠতি অভিনেত্রী কেট শর্মা। ১৯৯৭ সালের ১৯'শে জুলাই মুম্বাই, মহারাষ্ট্রে জন্মেছিলেন তিনি। ২১ বছর বয়সী এই অভিনেত্রী মডেলিং দিয়েই বিনোদন জগৎ'এ নিজের যাত্রা শুরু…

আরও পড়ুন