Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় বড় বলি ডিভাদের সৌন্দর্য্যে টেক্কা দেবেন বাহুবলীর কাটাপ্পার স্ত্রী, হটনেসের সামনে ঐশ্বরিয়াও ব্যর্থ

ভারতের বুকে বলিউডের জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু শেষ কিছু বছরে এই বলিউডকে টেক্কা দিচ্ছে সাউথ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। আর সাউথের জয়জয়কার শুরু হয়েছিল বাহুবলি সিনেমা থেকে। এর প্রত্যেকটি চরিত্র এখনও মানুষের মনে…

Avatar

ভারতের বুকে বলিউডের জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু শেষ কিছু বছরে এই বলিউডকে টেক্কা দিচ্ছে সাউথ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। আর সাউথের জয়জয়কার শুরু হয়েছিল বাহুবলি সিনেমা থেকে। এর প্রত্যেকটি চরিত্র এখনও মানুষের মনে গেঁথে আছে। এতে বাহুবলি প্রভাস থেকে শুরু করে তার মামা কাটাপ্পা বা অন্যদিকে শিবগামি দেবী সকলেই আজকাল নেট দুনিয়াতে চর্চায় থাকেন। এমনকি আপনি শুনলে অবাক হবেন এই সমস্ত তারকারা তাদের নিজের নামের তুলনায় সিনেমার নামেই বেশি খ্যাত। আজকের এই প্রতিবেদন কাটাপ্পার সমন্ধে। অনেকেই হয়তো জানেন যে এই কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছিলেন সত্যরাজ।

আপনি হয়তো মনে করছেন আজকের এই প্রতিবেদন বাহুবলির কাটাপ্পাকে নিয়ে। না ঠিক তেমনটা নয়। সম্প্রতি নিজের স্ত্রীয়ের কারণে নেটদুনিয়ায় লাইমলাইটে এসেছেন বাহুবলির কাটাপ্পা। যদিওবা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে সত্যরাজের জনপ্রিয়তা কম নেই। সে বাহুবলি ছাড়াও অনেক দক্ষিণী সিনেমাতে কাজ করেছেন। তার ফ্যান ফলোয়িং যথেষ্ট পরিমাণ রয়েছে। তবে সম্প্রতি এই বাহুবলির কাটাপ্পা জনপ্রিয়তায় এসেছেন তার স্ত্রী এর কারণে। তিনি এবং তাঁর স্ত্রী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সেই ছবি এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বড় বড় বলি ডিভাদের সৌন্দর্য্যে টেক্কা দেবেন বাহুবলীর কাটাপ্পার স্ত্রী, হটনেসের সামনে ঐশ্বরিয়াও ব্যর্থ

আপনি শুনলে অবাক হবেন যে এই বাহুবলির কাটাপ্পার স্ত্রী দেখতে খুবই সুন্দরী। সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে তাতে কাটাপ্পার স্ত্রীকে দেখলে আপনার চোখ আটকে যাবে। তিনি যেকোনো বলিউড ডিভাকে তার সৌন্দর্যের নিরিখে টেক্কা দিয়ে দেবেন। আপনাদের জানিয়ে রাখি এই কাটাপ্পার স্ত্রীয়ের নাম মহেশ্বরী। অনেকেই ছবি দেখার পর দাবি করছেন কাটাপ্পার পাশাপাশি তার স্ত্রীকেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা উচিত ছিল। আসলে কাটাপ্পা স্ত্রী এর সরল সাধারণ লুক সকলের ব্যাপক পছন্দ হয়েছে।

About Author