দক্ষিণ ভারতের সিনেমা জগত নিয়ে কথা হলে সব থেকে বড় সিনেমাগুলির তালিকায় অন্যতম হলো বাহুবলি। দক্ষিণ ভারতীয় পরিচালক রাজামৌলির এই ছবিটি এক হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। এই সিনেমার দুটি পার্টের মধ্যে দুটোই একইভাবে জনপ্রিয়। যেরকম ভাবে মানুষের মধ্যে বাহুবলি নিয়ে ক্রেজ রয়েছে, সেরকম হয়তো কোন সিনেমা নিয়ে নেই। দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা প্রভাসের জন্য বাহুবলী ছিল জীবনের একটা টার্নিং পয়েন্ট। তার সাথেই আরো অনেক তারকার জীবনেও বাহুবলি একটা বড় মোমেন্ট হয়ে থেকেছে। সেরকমই একজন অভিনেতা হলেন সত্যরাজ, যাকে আপনারা বাহুবলী ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করতে দেখেছেন। তিনি যেভাবে এই চরিত্রে অভিনয় করেছিলেন তাকে হয়তো কেউই কোনদিন হারাতে পারত না, হয়তো ভবিষ্যতেও কেউ পারবেনা।
বাহুবলি ছবির আগে সারা ভারতে তার এতটা জনপ্রিয়তা ছিল না। কিন্তু এই ছবিটি সুপারহিট হবার পরে একই সাথে তিনিও সুপারহিট হয়ে যান। সারা ভারতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সাধারণ একজন অভিনেতা থেকে হয়ে যান সুপারস্টার। যদিও সত্যরাজ নিজের নামে খুব একটা জনপ্রিয় নন। তিনি এখনো পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছেন কাটাপ্পা নামেই। মাঝেমধ্যেই তার ছবি সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে আসে। তার এই চরিত্র নিয়ে নানারকম মিম হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে তার স্ত্রী দেখতে অত্যন্ত সুন্দরী এবং তিনি বলিউডের অভিনেত্রীদেরও সৌন্দর্যে মাত দিতে পারেন। জানিয়ে রাখি, এই অভিনেতার স্ত্রীর নাম হলো মাহেশ্বরী এবং এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় মূলত কাটাপ্পার স্ত্রী হিসেবে। তার সঙ্গে তার স্বামী সত্য রাজের কিছু ছবি আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
View this post on Instagram