Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করতারপুরকে ঘিরে কাশ্মীরের উস্কানিমূলক পোস্টার, প্রকাশ্যে এলো পাক চক্রান্ত

গত ৯ ই নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধন করা হয়েছিল করতারপুর করিডোরের। ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের সাথে সংযোগ…

Avatar

গত ৯ ই নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধন করা হয়েছিল করতারপুর করিডোরের। ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের সাথে সংযোগ তৈরী করার জন্যে শিখ তীর্থ যাত্রীদের উদ্দেশ্যে এই করিডোরটি তৈরীতে পাকিস্তানকে সায় দিয়েছিলো ভারত।

কারণ পাকিস্তানের সাহেব দরবার শিখদের জন্য পবিত্র স্থান এবং তাদের ধর্মগুরু তার শেষ জীবনের কয়েকটি দিন এখানে অতিবাহিত করেছিলেন। তবে এবারে করতারপুর করিডোরকে ঘিরে পাকিস্তানের ভারত বিদ্বেষী প্রচার উঠে এলো জনসমক্ষে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করতারপুর করিডোরকে পাকিস্তান যে বিচ্ছিন্নতাবাদের প্রচার ও প্রসার করবে তা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল নয়াদিল্লি। এবং শেষ পর্যন্ত এই আন্দাজ সত্য প্রমাণিত হল। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের করতারপুরের গুরুদ্বার খুব কাছ থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন এলাকা এবং ওয়াঘা সীমান্তে বিভিন্ন উস্কানিমূলক শ্লোগানের পোস্টার লাগিয়েছে ইসলামাবাদ।

সূত্রের খবর এই পোস্টারের একদম উপরে লেখা রয়েছে, ‘প্রাইড অফ নেশনস পাকিস্তান আর্মড ফোর্সেস’ এবং নিচে লেখা রয়েছে ‘কাশ্মীর ইজ পাকিস্তান’।এবং পোস্টারটির মাঝখানে রয়েছে পাক সেনার হাতে বন্দি থাকা ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের ছবি। তবে এই উস্কানিতে ভারত এখনও পর্যন্ত মুখ না খুললেও এই ঘটনার দিকে কড়া নজর রেখেছে গোয়েন্দা সংস্থা।

এছাড়া করতারপুর গুরুদ্বারে উপস্থিত ভারতীয় শিখ তীর্থযাত্রীদের সুন্দর অভ্যর্থনা এবং তাদের সেবার জন্যে যথোচিত ব্যবস্থা করে ভারতীয় মনে বিদ্বেষ ঢোকানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

করতারপুর থেকে ফেরা কিছু তীর্থযাত্রী জানান, “পাকিস্তানের আধিকারিকদের শ্রদ্ধা এবং সৌজন্য অতুলনীয়। করিডোরের কাছে জিরো লাইন থেকে আমাদের ভালো গাড়ি করে পৌঁছে দেওয়া হয়।” তারা তাদের বক্তব্যে বলেন যে ভারতীয় আধিকারিকেরা তাদের প্রতি অনেক রুঢ় ব্যবহার করেছিলেন।

About Author