Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কার্তিক-সারার ঘনিষ্ঠ দৃশ্যে বসল সেন্সরের কাঁচি

কৌশিক পোল্ল্যে: কার্তিক আরিয়ান ও সারা আলির খান একসঙ্গে প্রথমবার বড়পর্দায় আসতে চলেছেন ‘লাভ আজ কাল’ ছবির মাধ্যমে। রিয়েল লাইফ এই কাপলের রিল লাইফ কেমিস্ট্রি কেমন হবে তা দেখতেই উৎসাহিত…

Avatar

কৌশিক পোল্ল্যে: কার্তিক আরিয়ান ও সারা আলির খান একসঙ্গে প্রথমবার বড়পর্দায় আসতে চলেছেন ‘লাভ আজ কাল’ ছবির মাধ্যমে। রিয়েল লাইফ এই কাপলের রিল লাইফ কেমিস্ট্রি কেমন হবে তা দেখতেই উৎসাহিত দর্শকরা। ট্রেলার রিলিজের পর থেকেই ছবিটি বেশ লাইমলাইটে আসে। বিশেষত কার্তিক ও সারার কিছু ঘনিষ্ঠদৃশ্য ছবির বাড়তি আকর্ষন হয়ে ওঠে। সারা আলির হট অবতারের সঙ্গে অঙ্গ মিলিয়ে বলিউডের টকলেট বয় কার্তিক; এ যেন খানিকটা বিরিয়ানির মধ্যে চিকেন লেগপিসের মতো। তবে এই ইস্যুতেই চোখ রাঙাল ভারতীয় সেন্সর বোর্ড।

ছবি মুক্তির মাত্র দুদিন আগেই ঘটল এই বিপত্তি। রিলিজের ক্ষেত্রে সেন্সরের এ/ইউ সার্টিফিকেট পেলেও ছবি থেকে ছেঁটে ফেলতে হয়েছে বেশ কিছু ঘনিষ্ঠদৃশ্য। অন্তরঙ্গ অবস্থার বহু সিন কেটে সংক্ষিপ্ত করতে হয়েছে সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু ডায়লগে অপ্রীতিকর শব্দ ব্যবহার করায় সেগুলি বিপ করা হয়েছে এবং অন্তরঙ্গতার পর নগ্ন সারাকে বেশ কিছু দৃশ্যে ব্লার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছবির শালীনতা বজায় রাখতে সবরকম নির্দেশ ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছবি রিলিজের মাত্র দুদিন আগে মুভিটির উপর এই ঘটনার কোনো কুপ্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। আগামীকাল অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডের দিন এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

About Author