আগামী ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। এই আবহাওয়া গতকাল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বড় ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই। সেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সুধাকর রাওকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধনের কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
কমিশনের অপর সদস্যরা হয়েছেন আইএএস অফিসার পিবি রামামূর্তি, অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শ্রীকান্ত বি বানাহারলি, ইনফা বিভাগের যুগ্ম সচিব হেবশিবা রানী কোরলাপতি। আগামী ছয় মাসের মধ্যে এই কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের একটি যৌথ অ্যাকশন কমিটি এর আগে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সপ্তম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন করেছিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই আবহাওয়া চলতি বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য একটি নতুন কমিশন গঠন করা হবে। প্রস্তাবিত বেতন কমিশন নির্বাচনমুখী রাজ্যের প্রায় ৬ লাখ কর্মচারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে।