Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023: ‘কর্মফল তোমাকে ভুগতেই হবে’, ধোনির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর চাঞ্চল্যকর টুইট করলেন জাদেজা

ক্রিকেটের ময়দানে রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির ঝগড়া! বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ, রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। ক্রিকেটের ময়দানে তো…

Avatar

ক্রিকেটের ময়দানে রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির ঝগড়া! বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ, রবীন্দ্র জাদেজার সাথে মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। ক্রিকেটের ময়দানে তো বটেই, ক্রিকেট জগতের বাইরেও মহেন্দ্র সিং ধোনির সাথে বারবার দেখা গেছে রবীন্দ্র জাদেজাকে। তবে কি এমন ঘটনা ঘটলো, যাতে মহেন্দ্র সিং ধোনির উপর ক্ষিপ্ত হয়ে উত্তপ্ত টুইট করলেন জাদেজা। আর জাড্ডুর সেই টুইট বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রবীন্দ্র জাদেজার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল। যে ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল নেটিজেনদের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিকে হারানোর পর মাঠের মধ্যে যখন চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা প্লে-অফে পৌঁছানোর জন্য প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছিল, তখনই জাদেজার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল ধোনিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে দুই কিংবদন্তির মধ্যে কি কথোপকথন হয়েছিল সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আসেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মনোযোগ সহকারেই শুনছেন জাদেজা। তবে জাদেজার হাসি বিহীন মুখ দেখে সহজেই অনুমান করা যাচ্ছিল ধোনির সঙ্গে মনোমালিন্য হচ্ছে তার। আর সেই ঘটনার ২৪ ঘন্টা পার হওয়ার আগে বিস্ফোরক টুইট করেন জাদেজা। যেখানে তিনি লিখেছেন, ‘কর্মফল তোমাকে পেতেই হবে। সেটা এখনই হোক বা দেরী করে, কিন্তু ভুগতে হবে তোমাকে।’ ফলে স্বাভাবিক ভাবেই মহেন্দ্র সিং ধোনি সাথে রবীন্দ্র জাদেজার মনমালিন্যের ঘটনা আলোচনায় রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

About Author