সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি কিছুটা অ্যাস্থেটিক। অভিনেত্রীর পোশাকে ছিল মিরর এমব্রয়ডারির ডিজাইন। আর এই ডিজাইনেরই শর্ট ড্রেস পরিহিত ছিলেন কারিশ্মা। নুড মেকাপে জেল দিয়েই সেট করেছিলেন চুল। স্মোকি আই মেকাপও নিয়েছিলেন তিনি। পরেছিলেন হালকা মানানসই লিপস্টিকও। এই বেশে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। এদিন একটি সোফাতে বসেই ক্যামেরার সামনে একাধিক বোল্ড পোজ দিয়েছিলেন অভিনেত্রী। তার এই লাস্যময়ী রূপ যে এই মুহূর্তে মিডিয়ামহলের নজর টেনেছে, তা আর বলার নয়। অভিনেত্রীর অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন তার এই সাম্প্রতিক লুকে। তার ঝলকও মিলবে নেটদুনিয়াতেই।
Karishma Tanna: কিলার স্টাইল দেখালেন অভিনেত্রী কারিশমা তান্না, উষ্ণতা বাড়ালেন নেটদুনিয়ায়
কারিশ্মা তান্না হিন্দি টেলিভিশন জগৎ'এর অন্যতম পরিচিত অভিনেত্রী। ২০০১ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। 'খাতরো কে খিলারি ১০'এর বিজেতা তিনি। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম কিছু…

আরও পড়ুন