Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Karishma Tanna: কিলার স্টাইল দেখালেন অভিনেত্রী কারিশমা তান্না, উষ্ণতা বাড়ালেন নেটদুনিয়ায়

কারিশ্মা তান্না হিন্দি টেলিভিশন জগৎ'এর অন্যতম পরিচিত অভিনেত্রী। ২০০১ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। 'খাতরো কে খিলারি ১০'এর বিজেতা তিনি। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম কিছু…

Avatar

কারিশ্মা তান্না হিন্দি টেলিভিশন জগৎ’এর অন্যতম পরিচিত অভিনেত্রী। ২০০১ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। ‘খাতরো কে খিলারি ১০’এর বিজেতা তিনি। সাধারণের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম কিছু নয়। ২০২২ সালে জাঁকজমকের সাথে নিজের মনের মানুষ বরুণ বাঙ্গারার সাথে একসাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ইন্ডাস্ট্রির একাধিক তারকারাই উপস্থিত ছিলেন তার বিয়ের অনুষ্ঠানে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় কারিশ্মা তান্না। প্রায়ই নেটদুনিয়ায় নিজের একাধিক ছবি ও রিল ভিডিও শেয়ার করে নেন নিজেই। ছবি শেয়ার করেন নিজের স্বামীর সাথেও। তবে সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন কারিশ্মা। আর তারই ঝলক এই মুহূর্তে অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে সাম্প্রতিক ফটোশুটের লুক নিয়েই নেটনাগরিকদের একাংশের নজর কেড়েছেন তিনি। আর তার এই লুক যে ভক্তদের মনের তাপমাত্রাও বাড়িয়েছে, সেকথা ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি কিছুটা অ্যাস্থেটিক। অভিনেত্রীর পোশাকে ছিল মিরর এমব্রয়ডারির ডিজাইন। আর এই ডিজাইনেরই শর্ট ড্রেস পরিহিত ছিলেন কারিশ্মা। নুড মেকাপে জেল দিয়েই সেট করেছিলেন চুল। স্মোকি আই মেকাপও নিয়েছিলেন তিনি। পরেছিলেন হালকা মানানসই লিপস্টিকও। এই বেশে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। এদিন একটি সোফাতে বসেই ক্যামেরার সামনে একাধিক বোল্ড পোজ দিয়েছিলেন অভিনেত্রী। তার এই লাস্যময়ী রূপ যে এই মুহূর্তে মিডিয়ামহলের নজর টেনেছে, তা আর বলার নয়। অভিনেত্রীর অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন তার এই সাম্প্রতিক লুকে। তার ঝলকও মিলবে নেটদুনিয়াতেই।

About Author