Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাজ করেছেন শাহরুখ সঙ্গে, এখন কেমন আছে ‘করিশ্মা কা করিশ্মা’র সেই ছোট্ট মেয়েটি? পুরো চেহারা পাল্টে গেছে

দর্শকমহলে ঝনক শুক্লা নামে নয়, কারিশ্মা নামেই বেশি পরিচিত তিনি। এই মুহূর্তে সেই পর্দার ছোট্ট কারিশ্মা নিজের শেয়ার করে নেওয়া বেশ কিছু ছবির সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের মাঝে…

Avatar

দর্শকমহলে ঝনক শুক্লা নামে নয়, কারিশ্মা নামেই বেশি পরিচিত তিনি। এই মুহূর্তে সেই পর্দার ছোট্ট কারিশ্মা নিজের শেয়ার করে নেওয়া বেশ কিছু ছবির সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন। উল্লেখ্য, গত সোমবার নিজের দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নীল সূর্যবংশীর সাথে আংটি বদল করেছেন ঝনক শুক্লা। দুজনের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও। সম্প্রতি অভিনেত্রীর সেই আংটি বদলের ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত পর্দার কারিশ্মা।

ঝনক শুক্লা একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি কাজ করেছেন বড়পর্দাতেও। তবে বর্তমান সময়েও দর্শকমহলের একটা বড় অংশের মাঝে কারিশ্মা নামেই পরিচিত ঝনক। ‘কারিশ্মা কা কারিশ্মা’ ধারাবাহিকে কারিশ্মার চরিত্রে অভিনয় করেই সাধারণের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী। বর্তমানে ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে দূরে থাকলেও কারিশ্মার পরিচয়টা রয়ে গিয়েছে তার সাথেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঝনক আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোট থেকে অভিনয় ও পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থেকেছেন যে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো হয়নি তার। নিজের ছোটবেলাটাও ভালোভাবে উপভোগ করতে পারেননি তিনি। তাই তিনি সরে এসেছেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, শেষের দিকে তিনি সেভাবে কাজও পাচ্ছিলেন না। তবে বর্তমানে যে তিনি নিজের জীবনটা খুব ভালোভাবেই উপভোগ করছেন, তা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

উল্লেখ্য, ছোটপর্দায় ‘কারিশ্মা কা কারিশ্মা’ ছাড়াও ‘সোন পারি’তে প্রিন্সির চরিত্রে দেখা মিলেছিল তার। অবশ্য এগুলি ছাড়াও ‘হাতিম’, ‘গুমরাহ’র মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করতে দেখা গিয়েছিল ঝনককে। ২০০৩’এ মুক্তি পায় ‘কাল হো না হো’ ছবিটি। এই ছবিতে শাহরুখ খান, সাইফ আলি খান, প্রীতি জিন্টা, জয়া বচ্চনের মতো একাধিক তারকাদের সাথে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। ‘ডেডলাইন: সির্ফ ২৪ ঘণ্টে’ ছবিতেও রাজিত কপূর, ইরফান খান, কঙ্কনা সেনশর্মার মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন ঝনক। ২০০৬’তে ‘ওয়ান নাইট উইথ দ্যা কিং’এ একটি ছোট চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে ২০০৫’এ সঞ্জয় লীলা বানসালীর ‘ব্ল্যাক’ ছবিতে নিজের ব্যস্ততার কারণে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি।

তবে সম্প্রতি নিজের দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নীল সূর্যবংশীর সাথে আংটি বদলের সূত্রেই চর্চার আলোয় তিনি। স্বপ্নীল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর এমবিএও করেছেন। বর্তমানে তার নিজস্ব একটি সংস্থা রয়েছে। সেখানে পারিশ্রমিকের বিনিময়ে স্বাস্থ্য ও নিয়ম মেনে খাওয়া-দাওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়। উল্লেখ্য , স্বপ্নীল নিজে একজন ফিটনেস ট্রেনার। তবে অভিনয় দুনিয়া থেকে সরে আসার পর প্রত্নতত্ত্ব নিয়ে নিজের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন ঝনক। ইতিহাসের প্রতি আগ্রহ থেকেই এই বিষয় বেছে নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি তাদের আংটি বদলের ছবিই তাদের পুনরায় মিডিয়ার পাতায় ও সাধারণ দর্শকদের মাঝে চর্চায় নিয়ে এসেছে।

About Author